Kolkata police: পথ দুর্ঘটনায় আহতদের ক্ষতিপূরণের বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ, থানাগুলিকে নির্দেশ লালবাজারের

Advertisement

কলকাতায় প্রায়ই পথ দুর্ঘটনা ঘটে থাকে। অনেক ক্ষেত্রেই দুর্ঘটনায় আহতদের বিমা সংস্থা বা সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ পেতে গিয়ে দীর্ঘ হয়রানির শিকার হতে হয়। এর ফলে তাদের সমস্যায় পড়তে হয়। এই সংক্রান্ত মামলায় তদন্ত করার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্তরা যাতে দ্রুত ক্ষতিপূরণ পেতে পারেন সে বিষয়ে সমানভাবে গুরুত্ব দেওয়ার জন্য কলকাতার সমস্ত থানাগুলিকে নির্দেশ দিয়েছে লালবাজার। লালবাজারে এক কর্তা জানিয়েছেন, দুর্ঘটনায় আহতরা যাতে ক্ষতিপূরণ পেতে পারেন সে বিষয়টি নিশ্চিত করা পুলিশের দায়িত্ব।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনায় কোনও ব্যক্তি আহত হলে সেবিষয়টি বিমা কোম্পানিকে জানানো খুবই গুরুত্বপূর্ণ। এরকম হলে বিমা সংস্থাকে ফোনের মাধ্যমে বা অনলাইনে জানানো হবে। পাশাপাশি দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির পরিবারকেও জানানো হবে। ক্ষতিপূরণ পাওয়ার জন্য আক্রান্ত ব্যক্তিকে পুলিশের কাছে নথি জমা দিতে হবে। সেগুলি ঠিকঠাক রয়েছে কিনা আধিকারিকরা তা খতিয়ে দেখবেন। এরপর পুলিশ বিমা সংস্থার সঙ্গে যোগাযোগ করবে। দ্রুত যাতে আহত ব্যক্তি ক্ষতিপূরণ পেতে পারেন সেবিষয়ে পদক্ষেপ করবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় অনেক আহত ব্যক্তি দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও ক্ষতিপূরণ পাননি। সমস্ত নথি জমা দেওয়ার পরেও ক্ষতিপূরণ পেতে গিয়ে তাঁরা সমস্যায় পড়ছেন। দুর্ঘটনাগ্রস্ত এমন অনেক ব্যক্তি রয়েছে যারা এক বছর পেরিয়ে যাওয়ার পরেও ক্ষতিপূরণ পাননি। সেবিষয়ে পুলিশ পদক্ষেপ করবে বলে এক আধিকারিক জানিয়েছেন।

অন্যদিকে, রাতের শহরে মত্ত চালকদের রুখতে সম্প্রতি কড়া পদক্ষেপ করেছে পুলিশ। কোনও চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালালে ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স স্থগিত করার প্রক্রিয়া শুরু করতে পারবে ট্রাফিক পুলিশ। শুধু মদ্যপ চালকই নয়, গাড়ি চালানোর সময় ফোনে কথা বললেও সে ক্ষেত্রে ওই সময়ের মধ্যে ড্রাইভিং লাইসেন্স স্থগিত করার প্রক্রিয়া শুরু করতে পারবে কলকাতা পুলিশ। এই কাজ করা হবে পরিবহণ দফতরের সহায়তায়। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, ট্রাফিক পুলিশের আবেদনের ভিত্তিতে ৭ দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্স স্থগিত করার প্রক্রিয়া সম্পন্ন হবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।