বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাসে ৯ জেলায় অরেঞ্জ অ্যালার্ট! একনজরে বাংলার আবহাওয়ার আপডেট | আবহাওয়ার খবর কালবৈশাখীর পূর্বাভাসে উত্তর ও দক্ষিণবঙ্গের নয় জেলায় অরেঞ্জ অ্যালার্ট সোমবারের জন্য

Advertisement

West Bengal

oi-Dibyendu Saha

Google Oneindia Bengali News
Advertisement

সকাল থেকে রোদের তেজ নেই। বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টির কারণে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই কমেছে। আবহাওয়া দফতরের তরফে সোমবারে বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার ঝড়-বৃষ্টির তুলনামূলক প্রভাব কিছুটা কম হবে বলে জানানো হয়েছে।

সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২ মে মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

আবহাওয়া

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ মে বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোথাও কোথাো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গে কোথাও দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২ মে মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় এই পরিস্থিতি তৈরি হতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩ মে বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গের কোথাও আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়া

আবহাওয়া দফতর সোমবার সকালে জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। রবিবার এই তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৫১ শতাংশ।

আবহাওয়া

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৪.৩)
বহরমপুর (২৪.৬)
বাঁকুড়া (২৪.৫)
বর্ধমান (২২.৪)
কোচবিহার (২০.৬)
দার্জিলিং (১০.৮)
কালিম্পং (১৫.৩)
দিঘা (২৭.৩)
কলকাতা (২৬)
দমদম (২৪.৮)
কৃষ্ণনগর (২৩.২)
মালদহ (২২.৪)
মেদিনীপুর (২৫.৮)
শিলিগুড়ি (২২.৮)
শ্রীনিকেতন (২৩.৫)
সুন্দরবন (২৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৬.৮)
বহরমপুর (৩৪)
বাঁকুড়া (৩৮.৩)
বর্ধমান (৩৭)
কোচবিহার (৩০.১)
দার্জিলিং (১৬.৬)
কালিম্পং (২৩)
দিঘা (৩৬.২)
কলকাতা (৩৫.৩)
দমদম (৩৪.১)
কৃষ্ণনগর (৩২.২)
মালদহ (৩২.৫)
মেদিনীপুর (৩৬.৬)
শিলিগুড়ি (৩১.১)
শ্রীনিকেতন (৩৫)
সুন্দরবন (৩৪)

English summary

Weather office issues orange alert for thunder storm in nine North and South Bengal dists for Monday, 01 May, 2023

Story first published: Monday, May 1, 2023, 9:05 [IST]

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।