Midnapore
oi-Bahni Sanyal Dutta

পঞ্চায়েত ভোটের মুখে সাংসদ অভিনেতা দেবের কেন্দ্রে নতুন উত্তেজনা। ঘাটাল জুড়ে পোস্টার পড়েছে সাংসদ দেবের নামে। সরকারি আবাস যোজনার সুবিধা দিতে কাটমানি নেওয়ার অভিযোগ। সাংসদের ভাই নাকি সরকারি আবাস যোজনার সুবিধা দিতে কাটমানি নিয়েছেন।
সাংসদের ভাই বিক্রম অধিকারীকে হাতিয়ার করেই ময়দানে নেমে পড়েছে বিজেপি। শহর জুড়ে সাংসদ দেবের নামে পোস্টারে ছয়লাপ। তাঁর কেন্দ্রে তাঁরই ভাই কাটমানি নিচ্ছে সাংসদের কাছে জবাব চেয়েছেন বাসিন্দারা। ঘাটাল শহরে যেদিকে তাকানো যায় সেদিকেই পোস্টার পড়েছে।

পাঁশকুড়া বাসস্ট্যান্ড থেকে শুরু করে, কলেজ, এসডিও অফিস সর্বত্র পড়েছে পোস্টার। যাতে কোনও ভাবেই তৃণমূল নেতা থেকে সাধারণ মানুষের নজর না এড়িয়ে যায় তার জন্য চেষ্টার কোনও খামতি করেনি বিজেপি। পোস্টারে শুধু সাংসদ দেব নয় শিউলি সাহার কাছেও জবাব চাওয়া হয়েছে। পোস্টারে কাটমানি নেওয়ার অভিযোগ করে সাংসদ দেবের পদত্যাগ চাওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে অভিনেতা দেবকে নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি নেতা এবং অভিনেতা হিরণ। তিনি অভিযোগ করেছিলেন কয়লা পাচারের টাকা নিয়ে সিনেমা করেছেন দেব। বিনয় মিশ্রের টাকা খেটেছে দেবের সিনেমায়। ইডি দেবকে তলব করে জেরাও করেছে।
হিরণকে পাল্টা জবাবও দিয়েছিলেন দেব। অভিনেতা সাংসদ দেব কটাক্ষ করে বলেছিলেন যদি প্রমাণ থাকে হিরণের কাছে তাহলে যেন তিনি সেটা কেন্দ্রীয় এজেন্সিকে জমা দেন। হিরণের এই সব কথায় তিনি কান দিতে রাজি নন বলেই এক কথায় উড়িয়ে দিয়েছিলেন পুরো বিষয়টি।
আবার কয়েক মাস আগে বিজেপি নেতা মিঠুনের সঙ্গে সিনেমা করা নিয়েও রাজনীতিতে অনেক জলঘোলা হয়েছিল দেবকে নিয়ে। মিঠুনকে নিয়ে সিনেমা করার জন্যই দেবের প্রজাপতি সিনেমাটি নন্দনে মুক্তি পেতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। অভিনেতা দেবও এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। অন্যদিকে মিঠুন চক্রবর্তী অভিযোগ করেছিলেন, তাঁর ছবি ফ্লপ করানোর অনেক চেষ্টা করা হয়েছে তিনি করতে পারেনি। উল্টে হিট করে গিয়েছে। নন্দনে মুক্তি পেতে না দিলেও সব সিনেমা হলে রমরমিয়ে চলেছে প্রজাপতি।
তারপরেই আবার ঘাটালে দেব প্রকাশ্যে অভিযোগ করেছিলেন কেন্দ্রের অনিহার কারণেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ করা যাচ্ছে না। পঞ্চায়েত ভোট এগিয়ে আসতেই আবার ময়দানে নেমেছে বিজেপি। এবার একেবারে কাটমানি নিয়ে সাংসদ দেবের পরিবারের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতারা।
আবার তৃণমূল কংগ্রেসও চুপ করে বসে নেই। বিজেপি পোস্টার রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেছেন ঘাটালের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ভোটে কোনও ভাবেই এখানে হালে পানি পাবে না বিজেপি সেটা বুঝেই এই সব মিথ্যে অভিযোগ করতে শুরু করেছে তাঁরা বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
- যেটা ভুল সেটা ভুলই! আবাস যোজনা নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তায় রাজনীতির পাঠ দেবের
- Dilip Ghosh: দেবকে জোর করে ভোটে দাঁড় করিয়েছিল তৃণমূল, বড়দিনে জল্পনার পারদ চড়ালেন বিজেপি নেতা
- ‘গরুচোর এনামুলের কাছে কাটমানি নেব, কলকাতার ফ্ল্যাটে থাকব’, ঘাটালে দাঁড়িয়ে সাংসদ অভিনেতা দেবকে নিশানা হিরণের
- স্বাধীনতা দিবসের দিন বড় ঘোষণা করলেন দেব, নতুন অবতারে দেখা গেল অভিনেতাকে
- টলিউডের অভিনেতা দেবের সঙ্গে কী সম্পর্ক রয়েছে ‘কেশরিয়া’ গানটির! জানুন এবার
- তৃণমূল সাংসদের সঙ্গে এক ফ্রেমে মিঠুন, হইচই নেটপাড়ায়
- খুশির খবর টলিউডে, সুপারস্টার দেবকে বঙ্গভূষণ সম্মান রাজ্যের, জানালেন খোদ অভিনেতা
- গরুপাচার-কাণ্ডে ফের ইডির তলব অভিনেতা-সাংসদ দেবকে, টানা ৫ ঘণ্টা জেরা
- দীর্ঘ ৪৬ বছর পর ফিরছে মৃগয়া-র জুটি, ছবির ঘোষণা সামনে আসার পরেই উচ্ছ্বসিত দর্শক মহল
- নববধূ বেশ রুক্মিণী, বর বেশে দেব! ছবি দেখে খুশী ভক্তরা
- ‘কিশমিশ নয়, লোভ সামলাতে না পেরে এই খাবারটা খেয়েই ফেললেন রূক্মিণী, দেখুন ভিডিও
- নতুন সিনেমায় জুটি বাধতে চলেছেন দেব মিমি, কিন্তু আসন্ন ছবির নাম কি?
English summary
Alegation against Actor MP Dev
Story first published: Monday, May 1, 2023, 11:17 [IST]