Nadia Murshidabad
oi-Bahni Sanyal Dutta

সাত সকলে চমকে দেওয়ার মত ঘটনা রঘুনাথ গঞ্জে। সকালে গঙ্গার পারে পরিষ্কারের কাজ করছিলেন সাফাই কর্মীরা। সেসময়. হঠাৎই একটি ছোট্ট শিশুকে তারা গঙ্গায় ভাসতে দেখেন। ভাল করে দেখতেই তাঁদের নজরে পড়ে ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছেন এক মহিলা। তিনি দেখছেন পুরো ঘটনা।
তারপরে আর এক মুহুর্ত সময় নষ্ট করেননি সাফাই কর্মীরা। সঙ্গে সঙ্গে গঙ্গায় ঝাঁপ দিয়ে শিশুটিকে উদ্ধার করেন তাঁরা। ব্রিজের উপর থেকে টেনে নামানো হয় মহিলাকেও। স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সকালে ভাগীরথী নদীর তীরে মন্দির পরিষ্কারের কাজ চলছিল। পরিস্কার করতে গিয়ে দুই তিনজন যুবক ছিল তারা দেখতে পান ব্রীজের ওপর থেকে কি যেন একটা পড়ল। দেখা যায় শিশু গঙ্গায় ভাঁসছে ।

এবং ওই যুবকদের আরও দাবি, ব্রীজের ওপর থেকে তার মাও নাকি ঝাঁপ দিতে যাচ্ছিল। তখন তাদের চিৎকারে ব্রীজের ওপর থেকে একজন তার মাকে ধরে ফেলে আর ওই মহিলা নদীতে ঝাঁপ দিতে পারেনি। সঙ্গে সঙ্গে রঘুনাথগঞ্জ থানা পুলিশ তাকে সঙ্গে সঙ্গে আটক করে।

কিছুক্ষণের মধ্যেই ভেঁসে উঠল একটি বাচ্চা সঙ্গে তারা ঝাপ দিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে স্হানীয় বাসিন্দারা। উদ্ধার করা হয় ছোট্ট শিশুটিকে। এবং উদ্ধারের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয় শিশুকে। পুলিশ সঙ্গে সঙ্গে শিশুটিকে জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করানোর জন্য। তবে কি কারণে শিশুটিকে উপর থেকে ফেলা হয়েছিল তা নিয়ে তদন্ত করছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
এলাকার উদ্ধারকারী এক যুবক জানান, সামান্য মানষিক ভারসাম্যহীন ও মানষিক অবসাদে ভুগছিলেন মহিলা। তবে তার নাম পরিচয় বলতে রাজি হননি। হঠাৎই ভাগীরথী ব্রীজের ওপর থেকে নিজের শিশুকে ফেলে দেওয়া হয় গঙ্গায়, পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করে। তবে স্হানীয়দের প্রচেষ্টায় মা শিশু উদ্ধার হয়েছে। বর্তমানে পুলিশের হেফাজতে আছে মা ও শিশু ভর্তি আছে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে । কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। মহিলার মানসিক অবস্থা ঠিক আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
English summary
Child Thrown into River