Suvendu Adhikari on CPIM: পার্থকে তো ওরাই জিতিয়েছে, বেহালায় DYFI-এর গণভোটকে কটাক্ষ শুভেন্দুর

Advertisement

জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কে বিধায়ক পদ থেকে অপসারণের দাবিতে বেহালায় সিপিএমের গণভোটকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার নন্দীগ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু বলেন, পার্থকে তো ওরাই জিতিয়েছে। এখন রাম নাম করে ফল হবে না বলেও কটাক্ষ করেন তিনি।

শুভেন্দুবাবু বলেন, ‘পার্থকে জিতিয়েছে সিপিএম। ২০২১ সালের নির্বাচনে ওরা নো ভোট টু মমতা বলেনি। ওরা বলেছে নো ভোট টু বিজেপি। পার্থকে ইস্তফা দিতে হবে না। বিজেপি পার্থকে সরাবে। আমরা পার্থকে সরাব। এখন সিপিএমের আর রাম নাম করে লাভ নেই’।

পার্থ চট্টোপাধ্যায়কে বিধায়ক পদ থেকে অপসারণের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন চালাচ্ছে বামেরা। তাদের প্রশ্ন, ১০ মাস ধরে জেলবন্দি রয়েছেন পার্থ। তৃণমূল দাবি করছে দুর্নীতির প্রতি তারা জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে। তাহলে তাকে এখনো পদত্যাগ করানো হল না কেন? সঙ্গে বামেদের প্রশ্ন, বেহালার মানুষ বিধায়কের পরিষেবা পেতে প্রেসিডেন্সি জেলে যাবে না কি?

‘আমরা ভাগ্যবান যে তৃণমূলের বাহিনী এসে এখনো ব্যালট লুঠ করেনি। তৃণমূল তো নিজের ভোটেই ব্যালট লুঠ করে। বেহালার বিধায়ক কোটি কোটি টাকা চুরি করে জেলে আছে। বেহালার মানুষ পরিষেবা পেতে কি জেলে যাবে? বেহালার মানুষের স্বার্থে পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগ চাই কি না তা নিয়ে ভোট হচ্ছে। মানুষ তার মত দিচ্ছে। যারা টিভিতে বলছেন জিরো টলারেন্স তারা পদত্যাগ করাচ্ছেন না কেন বিধায়ককে’?

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।