Abhishek Banerjee: ‘এমন কাউকে দায়িত্ব দিন যিনি দ্রুত বিচার শেষ করবেন’, নিয়োগ দুর্নীতি নিয়ে মন্তব্য অভিষেকের

Advertisement

নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক নির্দেশে সম্প্রতি অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। তবে দিন দুয়েক আগে সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ সংক্রান্ত দুটি মামলার এজলাস বদল হয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা দুটি সরিয়ে দেওয়া হয়েছে। এরইমধ্যে নিয়োগ সংক্রান্ত মামলার বিচার দ্রুত শেষ করা নিয়ে সরব হলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মামলা সরিয়ে দেওয়া প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুক্রবার বলেছিলেন, তিনি যে-কাজ ৬ মাসে করছিলেন, তাতে ৬০ বছর লেগে গেলেও তাঁর আর কিছু বলার নেই। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি বলব এমন কাউকে (বিচারপতি) দায়িত্ব দিন। যিনি তিন মাসে বিচার শেষ করবেন। দুমাসে শেষ করবেন। দ্রুত বিচার চাই।’ অভিষেকের এই মন্তব্যের পরেই কটাক্ষ করেছেন বিরোধীরা। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘মানুষ জানে কী হয়েছে। মানুষকে বোকা মনে করার কিছু নেই। তাদের কাছে এই ধরনের কথার গ্রহণযোগ্যতা নেই।’ সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘যাঁরা দ্রুত বিচার শেষ করার দাবি জানাচ্ছেন তাঁরাই বারবার আদালতে গিয়ে তা আটকে দিতে চেয়েছেন।’ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাংলার মানুষের প্রাণপুরুষ। তাঁর জন্য বাংলার মানুষ শক্তি পেয়েছেন।’

প্রসঙ্গত, প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত একটি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণে বলেছিলেন তদন্তকারী সংস্থা চাইলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে। তা নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সংক্রান্ত মামলাটি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে সরানো হয়েছে। সে প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় দাবি করেছিলেন, ‘আমি পালিয়ে যাওয়ার লোক নই।’ এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘সকলকে লড়াইয়ের মধ্যে থাকা উচিত।’ নিয়োগ মামলা প্রসঙ্গে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে বিজেপি অপব্যবহার করছে বলে অভিযোগ করেছেন অভিষেক। তিনি বলেন, ‘এসব করে লাভ হবে না। ওরা যত এসব করবে আমাদের প্রতিবাদ তীব্র হবে। রাস্তায় তীব্র আন্দোলন হবে। আমাকে অনেক ধমকানো চমকানোর চেষ্টা করেছে ইডি-সিবিআই। এসব করে লাভ হবে না। আমি অন্য ধাতুতে তৈরি।’ অন্যদিকে, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তিনি বলেছিলেন, ‘বিজেপি আমাদের টাকাটা আটকে দিয়েছে। মানুষ সচেতন হলে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা সেই টাকা তুলে আনব।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।