BJP Rally Agitation: বিজেপির রাজভবন অভিযান ঘিরে রণক্ষেত্র রাজপথ, অবশেষে পুলিশ আটক করল নেতাদের

Advertisement

কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগ তুলে উত্তাল হয়ে উঠল কলকাতার রাজপথ। এমনকী বিজেপির আন্দোলনের জেরে রণক্ষেত্রের চেহারা নিল মহানগরী। বিজেপির যুব মোর্চার রাজভবন অভিযানের জেরে ভাঙল পুলিশের ব্যারিকেডও। এই নিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল ধস্তাধস্তি দেখতে পেল রাজ্যবাসী। বিজেপি যুব মোর্চা সভাপতি ইন্দ্রনীল খাঁর নেতৃত্বে রাস্তায় বসে চলল তুমুল বিক্ষোভ। এই ঘটনার জেরে কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপির রাজভবন অভিযানে বাধা দিতেই পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি চলে নেতা–কর্মীদের।

এদিকে কালিয়াগঞ্জের ছাত্রী মৃত্যুর ঘটনা এবং এক রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনা নিয়ে সিবিআই তদন্তের দাবি জানাতেই রাজভবনে যাওয়ার উদ্যোগ নেয় বিজেপি। সেখানে এই অভিযানে বাধা দেয় পুলিশ। আর তখনই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় রানি রাসমণি রোডে। আজ, শুক্রবার দুপুরে রাজভবন অভিযানের কর্মসূচি ছিল বঙ্গ–বিজেপির। ব্যারিকেড ভেঙে বিজেপি নেতারা এগোনোর চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। তখন বিজেপি নেতারা রাস্তায় বসে পড়েন। ঘটনাস্থল থেকেই বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মণের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি এবং কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ তুলে রাজভবন অভিযানের ডাক দেয় বিজেপির যুব মোর্চা।

অন্যদিকে বিজেপির রাজ্য দফতর মুরলীধর সেন লেন থেকে যুব মোর্চার মিছিল শুরু হয় বিজেপির। এসএন ব্যানার্জি রোড ধরে মিছিল এসে পৌঁছয় ধর্মতলায়। ডোরিনা ক্রসিং থেকে এগিয়ে রানি রাসমণি রোডে এগোতেই ব্যারিকেড করে পুলিশ। মিছিল আটকায় পুলিশ। তখনই পুলিশের ব্যারিকেড ধরে ধাক্কাধাক্কি করতে শুরু করেন বিজেপির যুব মোর্চার নেতা–কর্মীরা। এমনকী ব্যারিকেড ভেঙে ফেলেন তাঁরা। আর রাস্তায় ছুঁড়ে ফেলে দেয় পুলিশের ব্যারিকেড। এই ঘটনায় পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তিও হয়। কালিয়াগঞ্জের ঘটনায় উত্তরবঙ্গ জুড়ে চলে ১২ ঘণ্টার বনধ। সেখানেও তাণ্ডব দেখায় বিজেপি। তার জেরে দু’‌জন বিধায়ককে আটক করা হয়।

আর কী জানা যাচ্ছে?‌ আজ, শুক্রবার ১২ ঘণ্টার বনধের নামে উত্তরবঙ্গের ৮টি জেলায় তাণ্ডব করেন বিজেপি নেতা–কর্মীরা। পুলিশের সঙ্গে তুমুল বচসার পরে, রাজভনের দিকে হাঁটতে শুরু করেন ইন্দ্রনীল খাঁ। তখনই তাঁকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। রাজপথে নতুন করে বিক্ষোভ শুরু করেছে বিজেপি। এই ঘটনায় তীব্র যানজট তৈরি হয়। আর মানুষ নাকাল হন। কারণ অফিস ফেরতা মানুষজন যানজটে গরমে হাঁসফাঁস করতে থাকেন।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।