শুভেন্দুর সঙ্গে গোপন বৈঠক ৪ তৃণমূল নেতার, পঞ্চায়েতের আগে পোস্টারে নয়া বিতর্ক | শুভেন্দু অধিকারীর সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের আগে গোপন বৈঠক ৪ তৃণমূল নেতার

Advertisement

Midnapore

oi-Sanjay Ghoshal

Google Oneindia Bengali News

শুভেন্দু অধিকারী দলবদলের আগে থেকেই দাদার অনুগামী পোস্টারে রাজ্যে তৈরি হয়েছিল বিতর্ক। আবারও সেই পোস্টার রাজনীতিতে উত্তাল পূর্ব মেদিনীপুর। শুভেন্দু অধিকারীর সঙ্গে গোপনে বৈঠক করেছেন ৪ তৃণমূল নেতা। তা নিয়ে পঞ্চায়েত নির্বাচনের পোস্টার পড়েছে তমলুকে।

একুশের বিধানসভা নির্বাচনের ঠিক আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছিল। প্রায় নিয়মিত দাদার অনুগামীর নামে বিজেপিতে যোগদান মেলা চলেছে। তারপর ভোটের ফল প্রকাশ হতেই উল্টে স্রোত দেখা যায়।

শুভেন্দুর সঙ্গে গোপন বৈঠক ৪ তৃণমূল নেতার

একুশের ভোটের পর থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক পড়ে যায়। তারপর এতদিন স্তিমিত ছিল পরিস্থিতি। আবার পঞ্চায়েত ভোট দুয়ারে কড়া নাড়তেই দলবদলের জল্পনা এবং যোগদান মেলার সম্ভাবনা তৈরি হয়েছে। আবার সেই পূর্ব মেদিনীপুরই এ ব্যাপারে অগ্রগণ্য।

সম্প্রতি চার তৃণমূল নেতা বিজেপির বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। তারপরই পূর্ব মেদিনীপুরে শাসক দলের অন্দরে ঝড় উঠেছে। যাঁরা শুভেন্দু অধিকারীর সঙ্গে গোপনে বৈঠক করেন বলে জানা গিয়েছে, তাদের নামে পোস্টার পড়েছে তমলুকে।

শুভেন্দুর সঙ্গে বৈঠক করা নেতাদের মীরজাফর ও গদ্দার বলে অভিহিত করা হয়েছে. তমলুক শহরজুড়ে পোস্টার ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ওইসব নেতাদের বহিষ্কারের দাবি তোলা হয়েছে। এ বিষয়ে অবশ্য তৃণমূল নেতৃত্ব স্পিকটি নট। তারা এ ব্যাপারে মুখ খুলতে চাইছেন না। বিতর্কিত চার নেতাও এ বিষয়ে মুখে খোলেননি।

শুভেন্দুর সঙ্গে গোপন বৈঠক ৪ তৃণমূল নেতার,

যে কয়েকজন নেতার নাম সামনে এসেছে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেন, তাঁদের মদ্যে রয়েছে তমলুক টাউন ব্লক সভাপতি চঞ্চল খাঁড়া, তিনি কাউন্সিলরও। এছাড়াও রয়েছে কাউন্সিলর কানাইলাল দাস, বিমল ভৌমিক, গৌতম পালের নাম।

পোস্টারে দাবি করা হয়েছে, কেন তৃণমূল নেতারা বারবার শুভেন্দু অধিকারী ও তাঁর বাই সৌমেন্দু অধিকারী সঙ্গে বৈঠক করছেন। এছাড়াও পোস্টারে লেখা হয়েছে এবার আওয়াজ তুলবে নতুন তৃণমূল। তারপর বিতর্কিত নেতাদের নাম নিয়ে লেখা হয়েছে- তাঁরা কোন দলে জবাব চাই জবাব দাও। মীরজাফর, চোর, গদ্দারদের দল থেকে হঠাও।

শুভেন্দুর সঙ্গে গোপন বৈঠক ৪ তৃণমূল নেতার,

পঞ্চায়েত নির্বাচনে শুভেন্দু অধিকারীর জেলাকে টার্গেট করেছে তৃণমূল। এই জেলায় শুভেন্দু অধিকারীকে কোণঠাসা করতে মরিয়া। আর শুভেন্দুও পাল্টা টার্গেট করেছে। এই জেলা যে তাঁরই ইশারায় চলে, তা প্রমাণ করার সময় এসেসে এবার।

তৃণমূলের জেলা সভাপতি সৌমেন মহাপাত্র বলেন, গোটা বিষয়টি খতিয়ে দেখেই ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। দলীয়স্তরে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত নেতাও বলেছেন, তিনি জেলা সভাপতির সঙ্গে কথা বলে যা বলার বলবেন।

English summary

Four TMC leaders meet with Suvendu Adhikari before Panchayat Election.

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।