West Bengal
oi-Bahni Sanyal Dutta

কৌস্তুভ বাগচিকে নিরাপত্তা দেবে সিআইএসএফ। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টে। গত মাস থেকেই কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচির নিরাপত্তা নিয়ে মামলা চলছিল হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থা নিরাপত্তা নিয়ে রাজ্যকে কড়া নির্দেশ দিয়েছিল।
তাতে বলা হয়েছিল সিআইএসএফ যদি নিরাপত্তা দিতে পারে তা নিয়ে রাজ্য যেন কথা বলে। সেই মামলায় অবশেষে কেন্দ্রীয় বািহনী দিয়ে কৌস্তুভ বাগচির নিরাপত্তা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থা জানিয়েছেন, আগামী এক মাস কৌস্তুভ বাগচিকে নিরাপত্তা দেবে সিআইএসএফ। তবে কতজন সিআইএসএফ জওয়ান তাঁকে নিরাপত্তা দেবেন তা নিয়ে একৌস্তুভ বাগচিকে নিরাপত্তা দেবে সিআইএসএফ। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টে। গত মাস থেকেই কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচির নিরাপত্তা নিয়ে মামলা চলছিল হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থা নিরাপত্তা নিয়ে রাজ্যকে কড়া নির্দেশ দিয়েছিল।খনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

প্রসঙ্গত উল্লেখ্য কলকাতা পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেস নেতা কৌস্তভ রায়। গত ৩ মার্চ কৌস্তুভ বাগচির বাড়িতে হানা দিয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করে আনে। কোনও রকম নোটিস ছাড়াই তাঁকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ করা হয়েছে। তার পরের দিন ৪ মার্চ িতনি জামিন পান।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু কোনও রকম নোটিস না দিয়েই পুলিশ কেন তাঁকে গ্রেফতার করে তার প্রতিবাদ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তিনি। বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে ওঠে মামলাটি। সেই মামলায় পুলিশের অতিসক্রিয়তা নিয়ে তীব্র ভর্ৎসনা করেছিলেন বিচারপতি এবং আদালতে কেস ডায়রি জমা দিতে বলা হয়েছিল পুলিশকে।

তারপরেই নিজের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে আদালতের দ্বারস্থ হন কংগ্রেস নেতা। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় কৌস্তুভ রায়ের বিরুদ্ধে এই মুহূর্তে কোনও থানা পদক্ষেপ করতে পারবে না। এবং তাঁেত বিশেষ নিরাপত্তা দিতে হবে। তার প্রাণ সংশয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। তারপরেই আদালত তাঁর নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা বলে। অবশেষে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত ঘোষণা করে আদালত। এবার থেকে কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচীর নিরপত্তায় সিআইএসএফ জওয়ান মোতায়েন তাকবে।
English summary
Kolkata High Court order to Koustuv Bagchi security
Story first published: Friday, April 21, 2023, 16:19 [IST]