RCB vs LSG analysis: শুধু বিষ্ণোই নন, পুরানকে ১৯ বার নন-স্ট্রাইকার এন্ডে রান-আউটের সুযোগ ফস্কাল RCB

Advertisement

নন-স্ট্রাইকার এন্ডে রবি বিষ্ণোইকে রান-আউটের সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু তা ফস্কে দেন হার্ষাল প্যাটেল। তবে ওই একবারই নয়, সোমবার লখনউ সুপার জায়েন্টসের (LSG) ব্যাটারদের অসংখ্যবার নন-স্ট্রাইকার এন্ডে রান-আউটের সুযোগ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। সবথেকে বেশিবার নির্দিষ্ট সময়ের আগে নন-স্ট্রাইকার এন্ডের বাইরে গিয়েছিলেন নিকোলাস পুরান। অথচ তাঁকে একবারও নন-স্ট্রাইকার এন্ডে রান-আউট করার চেষ্টা করেননি আরসিবির বোলাররা। লখনউয়ের কোন কোন ব্যাটার নন-স্ট্রাইকার এন্ডে কতবার রান-আউটের সুযোগ দিয়েছিলেন, তা ব্যাখ্যা করলেন সাংবাদিক পিটার ডেল্লা পেন্না।

  • কেএল রাহুল: ৫০ বার নন-স্ট্রাইকার এন্ডে ছিলেন লখনউয়ের অধিনায়ক। একবারও ক্রিজ ছেড়ে বেরোননি। শেষমুহূর্ত পর্যন্ত ক্রিজে থাকেন এবং বোলারের অ্যাকশনের দিকে নজর রাখেন। ২০ বলে ১৮ রান করেন।
  • মার্কাস স্টইনিস: ১০ বাবের মধ্যে একবারও ক্রিজ ছেড়ে বেরোননি অস্ট্রেলিয়ার তারকা। যিনি ৩০ বলে ৬৫ রান করেন। ছ’টি চার মারেন। পাঁচটি ছক্কা হাঁকান।
  • দীপক হুডা: ন’বারের মধ্যেই ন’বার নন-স্ট্রাইকার এন্ডে ক্রিজের বাইরে ছিলেন ভারতীয় ব্যাটার। কখনও বোলারদের হাতের দিকে তাকাননি। আগেভাগেই ক্রিজের বাইরে চলে যান।
  • নিকোলাস পুরান: অধিকাংশ ক্ষেত্রেই নন-স্ট্রাইকার এন্ডে ক্রিজের বাইরে বেরিয়ে যান ওয়েস্ট ইন্ডিজের তারকা। ২২ বারের মধ্যে ১৯ বার নন-স্ট্রাইকার এন্ডের ক্রিজের বাইরে চলে যান। কখনও বোলারের হাতের দিকে তাকাননি। বোলিংয়ের আগে নন-স্ট্রাইকার এন্ডের ক্রিজের এক থেকে দুই ফুট বাইরে ছিলেন। ১৯ বলে ৬২ রান করেন পুরান। চারটি চার মারেন। সাতটি ছক্কা হাঁকান।

আরও পড়ুন: ভিডিয়ো: কোহলিকে চোখ দেখালেন, RCB ভক্তদের চুপ করতে বললেন! পুরানো মেজাজে গম্ভীর

  • আয়ুশ বাদোনি: প্রথম ১৭ টির বলের মধ্যে ১৫ বার নন-স্ট্রাইকার এন্ডে ক্রিজের মধ্যেই ছিলেন। কিন্তু ১৭ তম এবং ১৯ তম ওভারের মধ্যে পাঁচবারের মধ্যে পাঁচবারই বোলিংয়ের আগে ক্রিজের বাইরে ছিলেন বাদোনি। মূলত জয়দেব উনাদকাট যখন স্ট্রাইকে ছিলেন, তখন বোলার বল করার আগেই নন-স্ট্রাইকার এন্ডের ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন।
  • জয়দেব উনাদকাট: প্রথম ১১ বার যখন নন-স্ট্রাইকার এন্ডে ছিলেন, তখন একবারও বোলিংয়ের আগে ক্রিজ থেকে বেরোননি। তখন স্ট্রাইকে ছিলেন বাদোনি বা মার্ক উড। কিন্তু বিষ্ণোই ক্রিজে আসার পরই নির্দিষ্ট সময়ের আগে নন-স্ট্রাইকার এন্ডের ক্রিজ ছেড়ে বেরিয়ে যান।

আরও পড়ুন: RCB vs LSG: শেষ বলে ক্রিজের বাইরে নন-স্ট্রাইকার বিষ্ণোই, স্টাম্প ভাঙল RCB, কেন আউট হল না?

  • রবি বিষ্ণোই: তিনবার নন-স্ট্রাইকার এন্ডে ছিলেন। তিনবারই ক্রিজ ছেড়ে বেরিয়ে যান। ২০ তম ওভারের শেষ বলে তাঁকে নন-স্ট্রাইকার এন্ডে রান-আউটের চেষ্টা করেন হার্ষাল। 

(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।