West Bengal
oi-Bahni Sanyal Dutta

নিয়োগ দুর্নীতি কাণ্ডে বামেরাও জড়িত ছিল এমনই দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেতারা। ইতিমধ্যেই সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। এবার বাম আমলের নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ। এবার একেবারে সরাসরি জ্যোতি বসুর নাম করেছেন তিনি।

বাম আমলেও নিয়োগ দুর্নীতি হত এমনই দাবি তুলেছেন তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীরা। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও দাবি করেছেন বাম আমলেও নিয়োগ দুর্নীতি হত। এবং পার্টির হোলটাইমারকদের স্ত্রীদের চাকরি দেওয়া হত। এমনকী সিপিএমের মুখপত্রে যাঁরা কাজ করেন তাঁদের স্ত্রীদেরও পার্টি চাকরি দিত।
এরই মধ্যে বাম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস নেতারা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি কীভাবে হল তার তদন্ত হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই তদন্ত করা হবে। এরই আবার বিস্ফোরক অভিযোগ করেছেন উদয়ন গুহ অভিযোগ করেছেন, জ্যোতি বসুও এক সিপিএম নেতার ছেলেকে ডাক্তারি পড়ার সুপারিশ করেছিলেন। কাজেই নিয়োগ দুর্নীতি যে বাম আমলেও ছিল সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।
উদয়ন গুহ প্রকাশ্য সভায় দাবি করেছেন, ‘জ্যোতি বসু বড় দুর্নীতি করেছেন। একটা সময় যখন বাংলায় মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ার জন্য ছাত্র ভর্তি হত, আসন কম ছিল। সেই সময় মুখ্যমন্ত্রীর কোটা ছিল, ১০টি ডাক্তারিতে। ১০টি ইঞ্জিনিয়ারিংয়ে। ফার্স্ট ডিভিশনে পাস করে, জয়েন্টে পাস করেও যাঁরা ডাক্তারিতে চান্স পাননি, তাঁদের বঞ্চিত করে কোচবিহারের দিনহাটার সিপিএম নেতা মানিক দত্তর ছেলে সেকেন্ড ডিভিশনে পাস করে আজ ডাক্তার হয়েছেন জ্যোতিবাবুর কোটায়।’
পার্থ চট্টোপাধ্যায় প্রথম প্রথম বামেদের নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগে সরব হয়েছিলেন তিনি। তারপরেই একের পর এক তৃণমূল কংগ্রেস নেতার বামেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন। তাঁরা বামেদের সময়েও নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয়েছেন।
নীল গাড়ি স্টেশনে ফেলে হাওয়া আততায়ীরা, পুলিশের চোখে ধুলো দিতে রেলপথেই কি চম্পট
English summary
Udayan Guha takes Joyti Bose name
Story first published: Sunday, April 2, 2023, 17:01 [IST]