সমস্ত অপেক্ষার অবসান। মুক্তি পেল জিতের চেঙ্গিজের টিজার। এটাই কোনও বাংলা ছবি যা প্রথমবার হিন্দি ভাষাতেও মুক্তি পাবে। আগামী ইদে মুক্তি পাচ্ছে এই ছবি। তার আগে প্রকাশ্যে এল এটির টিজার। তাও হিন্দি ভাষায়।
দুর্ধর্ষ অ্যাকশন দৃশ্য নিয়ে মুক্তি পেল চেঙ্গিজের টিজার। এই ৫০ সেকেন্ডের ভিডিয়োতে দেখা যায় জিতের চিরাচরিত পরিচিত অ্যাকশন হিরোর রূপ। শুরুতেই শোনা যায় এক কণ্ঠস্বর। সেই কণ্ঠ বলতে যায়, ‘যে অপরিচিত, অজানা, অভেদ্য কে জয় করতে পারে, যার কোনও না শুরু আছে না শেষ, না আছে সীমা সেই হল চেঙ্গিজ।’ আরও শোনা যায় ‘চেঙ্গিজের থাকে যুগ, এরা।’ এই বাক্যটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নায়ককে দেখা যায় স্ক্রিনে। কখনও কাটারি, কখনও বন্দুক দিয়ে বিপক্ষের মানুষদের নিধন করেন। করেন ফাটাফাটি মারপিট। টিজারে দেখা যায় ব্যাগ ভর্তি টাকা থেকে কলকাতার রেসের মাঠ। সবটা মিলিয়ে এই টিজার থেকেই স্পষ্ট যে এই ছবি একটি ফাটাফাটি অ্যাকশন মুভি হয়ে চলেছে।
চেঙ্গিজ ছবিটির গল্প লিখেছেন নীরজ পাণ্ডে এবং রাজেশ গঙ্গোপাধ্যায়। প্রযোজনা করেছেন জিৎ, গোপাল মাদনানি, অমিত জুমরানি। জিৎ ফিল্মওয়ার্কস এটির প্রযোজনা করেছে এবং এএ ফিল্মস এটার নিবেদন করেছে। চেঙ্গিজের ভূমিকায় থাকবেন জিৎ নিজেই। তাঁর বিপরীতে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে। এছাড়া থাকবেন শাতাফ ফিগার এবং রোহিত বোস রায়। ছবিটির পরিচালনা করেছেন রাজেশ গঙ্গোপাধ্যায়।
ইতিহাস তৈরি করে এই ছবি ইদের দিন, ২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে।