Will You Marry Me? অনুরাগীর হাতে লাল গোলাপ ধরিয়ে সটান প্রস্তাব রোহিত শর্মার- ভিডিয়ো

Advertisement

বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে গিয়ে মজাদার এক কাণ্ড ঘটিয়ে বসেন রোহিত শর্মা। বিমানবন্দরে মজার ছলেই এক অনুরাগীর হাতে লাল গোলাপ দিয়ে হিটম্যান তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন।

মুম্বইয়ে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে মাঠে নামেননি রোহিত। শ্যালকের বিয়েতে উপস্থিত থাকতে তিনি এক ম্যাচের ছুটি নিয়েছিলেন জাতীয় দল থেকে। তবে বিশাখাপত্তনমে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের আগে তিনি যোগ দেন ওয়ান ডে স্কোয়াডের সঙ্গে।

দ্বিতীয় ওয়ান ডে খেলতে রোহিত বিমানবন্দরে পৌঁছনোর পরে স্বাভাবিকভাবেই তাঁকে দেখতে ভিড় জমান অনুরাগীরা। এক অনুরাগী সেলফি ক্যামেরা অন করে বিমানবন্দর থেকে বেরিয়ে আসা রোহিতদের সঙ্গে নিজেকে ফ্রেমবন্দি করে রাখার চেষ্টা করছিলেন। রোহিত তাঁর পাশ দিয়ে যাওয়ার সময় মুহূর্তের জন্য থমকে তাঁর হাতে লাল গোলাপ ধরিয়ে দেন, যেটি সম্ভবত তাঁকে স্বাগত জানানোর জন্য দেওয়া হয়েছিল।

আরও পড়ুন:- IND vs AUS: জুজু ছিল না পিচে, ব্যাটিং ব্যর্থতা থেকে নেতিবাচক মানসিকতা, বিশাখাপত্তনমে ভারতের লজ্জাজনক হারের ৫ কারণ

সংশ্লিষ্ট অনুরাগী রোহিতকে ধন্যবাদ জানান। তবে তার পরেই সকলকে চমকে দিয়ে রোহিত মজার ছলে বলে ওঠেন, ‘উইল ইউ ম্যারি মি?’ আসলে হাতে গোলাপ ধরানোর জন্যই হিটম্যান মজা করে এমন প্রস্তাব দেন। বলাবাহুল্য, সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি পোস্ট হওয়ার পরে তা ভাইরাল হতে বিশেষ সময় লাগেনি।

আরও পড়ুন:- IND vs AUS: ১১ ওভারেই খেল খতম, আগে কখনও এত বল বাকি থাকতে ODI হারেনি ভারত, লজ্জার রেকর্ড গড়লেন রোহিতরা

যদিও বিশাখাপত্তনমের ওয়ান ডে ম্যাচে ভারতকে লজ্জাজনক হারের মুখ দেখতে হয়। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ভারত মাত্র ১১৭ রানে অল-আউট হয়ে যায়। তারা সাকুল্যে ২৬ ওভার ব্যাট করে। বিরাট কোহলি দলের হয়ে সব থেকে বেশি ৩১ রান করেন। ৩৫ বলের ইনিংসে তিনি ৪টি চার মারেন। এছাড়া ২৯ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন।

কোহলি ও অক্ষর ছাড়া ভারতের হয়ে ব্যাট হাতে দু’অঙ্কের রানে পৌঁছেছেন কেবল রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। রোহিত ২টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১৩ রান করে আউট হন। জাদেজা ১টি বাউন্ডারির সাহায্যে ৩৯ বলে ১৬ রানের যোগদান রাখেন। খাতা খুলতে পারেননি শুভমন গিল, সূর্যকুমার যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। মিচেল স্টার্ক ৫৩ রান খরচ করে একাই ৫টি উইকেট দখল করেন।

পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া মাত্র ১১ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১২১ রান তুলে ম্যাচ জিতে যায়। মিচেল মার্শ ৬টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন। ১০টি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে ৫১ রান করে নট-আউট থাকেন ট্রেভিস হেড।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।