উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২১ মার্চ মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২২ মার্চ বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে এই আবহাওয়া চলতে পারে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আপাতত দিন দুয়েক দিন ও রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২১ মার্চ মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এই আবহাওয়া চলতে পারে ২১ মার্চ বুধবার পর্যন্ত। ২৩ মার্চ বৃহস্পতিবার থেকে আবহাওয়া উন্নতির কথা বলা হয়েছে। তবে সেদিনও কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। দিন দুয়েক দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতার ক্ষেত্রে এই আবহাওয়া থাকতে পারে ২২ মার্চ পর্যন্ত। তবে ২৩ মার্চ বৃহস্পতিবার কলকাতার আবহাওয়া শুকনো থাকবে। এদিন
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। শনিবার এই তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস।আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ।

ভারী বৃষ্টির পূর্বাভাস
আগামী ২৪ ঘন্টায় মালদহ, দুই দিনাজপুর, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমানের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৯.৬
বহরমপুর ২০
বাঁকুড়া ১৯.৪
বর্ধমান ১৭.৪
কোচবিহার ২০.১
দার্জিলিং ৭.৬
কালিম্পং ১১.৮
দিঘা ১৯.২
কলকাতা ২১.৬
দমদম ২১.২
কৃষ্ণনগর ১৭.৮
মালদহ ২০.৮
মেদিনীপুর ২০.১
শিলিগুড়ি ১৮.৫
শ্রীনিকেতন ২০
সুন্দরবন ২০

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৯.৮)
বহরমপুর
বাঁকুড়া (২৯.২)
বর্ধমান (২৯.৮)
কোচবিহার (২৯.৫)
দার্জিলিং (১৬.৬)
কালিম্পং (২১)
দিঘা (৩০.৮)
কলকাতা
দমদম (৩০.৫)
কৃষ্ণনগর (৩০.৬)
মালদহ (৩০.৫)
মেদিনীপুর (২৭.১)
শিলিগুড়ি (৩১.৩)
শ্রীনিকেতন (২৯.৫)
সুন্দরবন (২৮)