মুম্বই: বছরের শুরুটা তবে ভাল ভাবেই হল রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুরের। বক্স অফিসে ভাঁড়ার ভরল ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এর। মুক্তির ১১ দিনের মাথায় দেশে নেট ১০০ কোটি টাকার ব্যবসা করল লাভ রঞ্জন পরিচালিত ছবিটি।
সারা বিশ্বজুড়ে এখনও পর্যন্ত ১২২ কোটির ব্যবসা করেছে ছবিটি। রণবীর এবং শ্রদ্ধা, দু’জনেরই এটি ছ’নম্বর ছবি যা ১০০ কোটির ক্লাবের সদস্য হল। এই ছবিতে তাঁদের পাশাপাশি অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া, বনি কাপুর এবং কমেডিয়ান অনুভব সিং বাস্সি। টি সিরিজের সঙ্গে ছবিটি প্রযোজনা করেছেন লাভ এবং অংশুল গর্গ।
#TuJhoothiMainMakkaar has entered the 100 Crore Club. Accomplishes the feat in 11 days.
This is also #RanbirKapoor and #ShraddhaKapoor’s 6th 100 crores film each.
Do you know which are their other five? pic.twitter.com/ohIKOlefos
— Joginder Tuteja (@Tutejajoginder) March 19, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aditya Chopra, Ranbir Kapoor, Rani Mukerji, Shraddha Kapoor, Vaani Kapoor