Ram Charan-Viral Kohli: ‘আমাকে খানিকটা বিরাটের মতোই দেখতে, ওঁর বায়োপিকে ভালো মানাবে’, বলছেন রামচরণ

Advertisement

‘RRR’-এর ‘নাটু নাটু’ দৌলতে দেশে এসেছে অস্কার। তাই এই মুহূর্ত ছবির অভিনেতা রামচরণ অতি পরিচিত নাম। আপাতত তাই চর্চার মধ্যেই রয়েছেন তিনি। কিন্তু এসবের মাঝেই নিজেকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করে ফেললন রামচরণ। শুধু তুলনাই নয়, বিরাট কোহলির বায়োপিকে অভিনয় করারও ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

কী ধরনের ছবি করতে চান? এমন প্রশ্নে রামচরণ বলেন, তিনি খেলাধুলোা নিয়ে তৈরি কোনও ছবিতে এবার কাজ করতে চান। ক্রীড়া-ভিত্তিক কোনও ছবিতে তাঁর এখনও কাজ করে ওঠা হয়নি, এটা তাঁর অনেক দিনের ইচ্ছে। কোন খেলোয়াড়ের চরিত্রে কিংবা বায়োপিকে অভিনয় করতে চাইবেন? প্রশ্ন করা হলে রামচরণ বলেন, তিনি বিরাট কোহলির বায়োপিকে অভিনয় করতে চান।রামচরণের কথায়, ‘আমার মনে হয় আমাকে বিরাটের মতো খানিকটা দেখতে, তাই ওঁর চরিত্রে ভালো মানাবে।’ বিরাট কোহলির প্রশংসা করে রামচরণ বলেন, ‘বিরাট দারুণ, আমায় অনুপ্রেরণা দেয়। যদি ওঁর বায়োপিকে কাজ করার সুযোগ পাই, তাহলে দারুণ হবে বলে মন্তব্য করেন রামচরণ।’

আরও পড়ুন-অরিজিৎ সিং-এর ‘কেশরিয়া’ গেয়ে ভাইরাল স্নেহদীপ, প্রশংসা করলেন খোদ প্রধানমন্ত্রী

আরও পড়ুন-দু’দিন হল বিয়ে হয়েছে অলানার, বউভাতের দিনই অনন্যা পাণ্ডে বলছেন, ‘মাসি হতে তৈরি..’

রামচরণ ও বিরাট

Advertisement

আরও পড়ুন-রাজেশ খান্না, কিংবা বাপ্পি লাহিড়ি, মীরের রঙ্গরসে হাসিতে কাবু ইমন ও শ্রীকান্ত…

এদিকে হলিউডের ছবিতে তাঁর কাজ করার যে গুঞ্জন শোনা যাচ্ছে, সে প্রসঙ্গে রাম চরণ বলেন, ‘এখনও সেভাবে কিছু জানি না। এত তাড়াতাড়ি কিছু বলাটা হয়ত ঠিক হবে না। লস অ্যাঞ্জেলেসের উপরই বিষয়টা ছেড়ে দিয়েছি। কথাবার্তা চলছে। তবে সবকিছুরই তো একটা প্রক্রিয়া থাকে। সব ঠিক হলেই না হয় বলব।’ মজা করে বলেন, ‘আমার মা সবসময় বলেন বেটা নজর না লেগে যায়। আসলে সকলেরই ইচ্ছা থাকে, এমন কোথাও কাজ করার, যাতে আরো বেশি পরিচিতি পাওয়া যায়, আমারও তাই।’ অর্থাৎ হলিউড নিয়ে আপাতত মুখে কুলুপই আঁটতে চান রামচরণ।

প্রসঙ্গত, এই মুহূর্তে ‘আর সি ১৫’-এর শ্যুটিংয়ে ব্যস্ত রামচরণ। আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাবে এই ছবি। ছবিতে রামচরণের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আডবানি। ‘কিসিকি ভাই কিসিকি জান’ ছবিতেও শীঘ্রই দেখা যাবে রামচরণকে। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।