শুভব্রত মুখার্জি: রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচ জিতে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান। ট্রফি জয়ের পরে রবিবারেই শহরে এসে পৌঁছেছেন প্রীতম কোটালরা। ট্রফি নিয়ে মিডিয়ার সঙ্গে আলোচনাতে মুখোমুখি হয়েছিল গোটা দল। আর এবার ভারতসেরাদের সম্মান জানাবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারেই মোহনবাগান তাঁবুতে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এমনটাই জানানো হয়েছে ক্লাবের তরফে।
কলকাতা ময়দানের সঙ্গে মুখ্যমন্ত্রীর যোগ খুব নিবিড়। পরপর দু’বার ইস্টবেঙ্গলের জন্য বিনিয়োগকারীর বন্দোবস্ত করে দিয়েছিলেন। এর আগে ক্লাবগুলিকে আর্থিক অনুদানও দিয়েছেন তিনি। তাঁর পরামর্শেই দুই বড় ক্লাবে গড়ে তোলা হয়েছে স্পোর্টস লাইব্রেরি। যা সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। ক্লাবের সঙ্গে সমর্থকদের যোগাযোগ আরও নিবিড় করতেই তাঁর এই ভাবনা। এমনকী তাঁর ক্যাবিনেট সদস্য ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিকে বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলার অনুমতি দিয়েছেন। আর তাই শহরের অপর ক্লাব মোহনবাগান যখন এতবড় সাফল্য পেল, আইএসএল জিতল তখন দলের ফুটবলারদের যে তিনি অভিনন্দন জানাতে আসতে পারেন, তা কিছুটা হলেও অবশ্যম্ভাবী ছিল।
প্রসঙ্গত, ফুটবলে জাতীয় স্তরে তিন বছরের খরা কেটেছে। তিন বছর পরে বাংলায় এসেছে আইএসএল ট্রফি। এটিকে মোহনবাগানের হাত ধরে কেটেছে সেই ট্রফি খরা। সোমবার মোহনবাগান তাঁবুতে আসবেন মুখ্যমন্ত্রী। বেলা ১২টার সময় আসবেন তিনি। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাঁর ক্যাবিনেটের মন্ত্রী অরূপ বিশ্বাস পৌঁছে গিয়েছিলেন গোয়ায়। সেখানে স্ট্যান্ডে বসে কলকাতার দলের হয়ে গলা ফাটাতে দেখা যায় তাঁকে।