Advertisement
মিচেল স্টার্কের সামনে দাঁড়াতেই পারল না ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে মাত্র ১১৭ রানে অল-আউট হয়ে গেল টিম ইন্ডিয়া। যা একদিনের ক্রিকেটের ঘরের মাঠে ভারতের চতুর্থ সর্বনিম্ন স্কোর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বনিম্ন স্কোর তো বটেই। তাৎপর্যপূর্ণভাবে সর্বনিম্ন স্কোরের নিরিখে প্রথম চারটির মধ্যে দুটি ম্যাচের অধিনায়ক হলেন রোহিত শর্মা।
ঘরের মাঠে একদিনের ক্রিকেটে ভারতের সর্বনিম্ন রান
- ৭৮ রান: ১৯৮৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে কানপুরে ৭৮ রানে অল-আউট হয়ে গিয়েছিল। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৬ ওভারে আট উইকেটে ১৯৫ রান করেছিল শ্রীলঙ্কা। মাত্র ৭৮ রানে অল-আউট হয়ে গিয়েছিল ভারত। সর্বোচ্চ ১৭ রান করেছিলেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিনি এবং দিলীপ বেঙ্গসরকর ছাড়া ভারতের কোনও ব্যাটার দুই অঙ্কের গণ্ডি ছুঁতে পারেননি।
- ১০০ রান: ১৯৯৩ সালের ১৬ নভেম্বর হিরো কাপে আমদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০০ রানে অল-আউট হয়েছিল ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২০২ রান তুলেছিলেন ক্যারিবিয়ানরা। ভারতকে ৩৮ ওভারে ১৭০ রান তাড়া করতে হত। জবাবে মাত্র ১০০ রানেই গুটিয়ে গিয়েছিল মহম্মদ আজহারউদ্দিন। যিনি সর্বোচ্চ ৪৪ বলে ২৩ রান করেছিলেন।
- ১১২ রান: শ্রীলঙ্কার বিরুদ্ধে আবারও অস্বস্তিতে পড়েছিল ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৩৮.২ ওভারে ১১২ রানে অল-আউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। তাও ৮৭ বলে ৬৫ রান করে মুখ বাঁচিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই ম্যাচে ভারতের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। জবাবে ২০.৪ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলেছিল শ্রীলঙ্কা।
- ১১৭ রান: ২০২৩ সালের ১৯ মার্চ বিশাখাপত্তনমে মাত্র ২৬ ওভারে অল-আউট হয়ে গিয়েছে ভারত। সর্বোচ্চ ৩১ রান করেছেন বিরাট কোহলি। ২৯ রান করেছেন অক্ষর প্যাটেল। রবীন্দ্র জাদেজা এবং রোহিতের অবদান যথাক্রমে ১৬ রান এবং ১৩ রান।
Advertisement