মুম্বইয়ের প্রথম ওয়ান ডে ম্যাচে লড়াই করে জিততে হয়েছে ভারতকে। এবার বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের লড়াই টিম ইন্ডিয়ার। সন্দেহ নেই যে, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজের দখল নিতে মরিয়া রোহিত শর্মারা। তবে অস্ট্রেলিয়াও চায় বিশাখাপত্তনমে জিতে সিরিজে সমতা ফেরাতে। এখন দেখার যে, শেষ হাসি হাসে কোন দল।
দলে ফিরলেন অক্ষর
মুম্বইয়ের প্রথম ওয়ান ডে ম্যাচে মাত্র ২ ওভার বল করার সুযোগ পেয়েছিলেন শার্দুল ঠাকুর। তবে বিশাখাপত্তনমের পিচের দিকে তাকিয়ে তাঁকে রিজার্ভ বেঞ্চে পাঠায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাঁর বদলে মাঠে নামার সুযোগ পেয়ে যান অক্ষর প্যাটেল। রোহিত দলে ঢোকায় বাদ পড়তে হয় ইশান কিষাণকে। অস্ট্রেলিয়া তাদের প্রথম একাদশে একজোড়া রদবদল ঘটায়। জোশ ইংলিসের বদলে মাঠে নামার সুযোগ পান অ্যালেক্স ক্যারি। গ্লেন ম্যাক্সওয়েলকে বসিয়ে অস্ট্রেলিয়া মাঠে নামায় ন্যাথন এলিস।
টস জিতল অস্ট্রেলিয়া
ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে টস জিতল অস্ট্রেলিয়া। টস জিতে অজি দলনায়ক স্টিভ স্মিথ শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতকে। সুতরাং, বিশাখাপত্তনমে রান তাড়া করবে অস্ট্রেলিয়া।