IND vs AUS 2nd ODI: ‘দারুণ মজা হয়েছে’, ২৩৪ বল বাকি থাকতেই ভারতকে গুঁড়িয়ে হাসি থামছে না মার্শের

Advertisement

একশো ওভারের ম্যাচ শেষ হয়ে গেল ৩৭ ওভারে। ২৩৪ বল বাকি থাকতে জিতে গেল অস্ট্রেলিয়া। একদিনের ক্রিকেটের ইতিহাসে সবথেকে বেশি সংখ্যক বল থাকতে হেরে গেল ভারত। আর তারপর হাসি থামছে না অস্ট্রেলিয়ার তারকা মিচেল মার্শের। যিনি ৩৬ বলে অপরাজিত ৬৬ রান করে ভারতের যে টুকুও আশা ছিল, সেটাও গুঁড়িয়ে দেন। অস্ট্রেলিয়ার ওপেনারের বক্তব্য, যখন এরকম ছোটো রান তাড়া করেন, তখন ভালো শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ।

রবিবার বিশাখাপত্তনমে প্রথমে ব্যাট করতে নেমে ১১৭ রানে অল-আউট হয়ে যায় ভারত। মাত্র ১১ ওভারে কোনও উইকেট না হারিয়েই সেই রানটা তুলে নেয় অস্ট্রেলিয়া। ৬৬ রান করেন মার্শ। ৩০ বলে ৫১ রানে অপরাজিত থাকেন ট্র্যাভিস হেড। ম্যাচের পর মার্শ বলেন, ‘এটা বেশ মজাদার ছিল। যখন এরকম ছোটো রান তাড়া করেন, তখন ভালো শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ। আমি আসলে ভাবছিলাম যে হেডি (ট্র্যাভিস হেড) দুরন্ত ছন্দে শুরু করবে, যাতে আমি ব্যাটে বল ঠেকিয়ে রান নিতে পারি। কিন্তু আমরা দু’জনেই দারুণ শুরু করি এবং সেটায় দারুণ মজা হয়েছে।’

(বিস্তারিত পরে আসছে)

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।