লস অ্যাঞ্জেলস: ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ফের নজির গড়ল ভারত। গোল্ডেন গ্লোবের পর একাধিক আন্তর্জাতিক পুরস্কার জিতে নিয়ে এবার বিশ্বের অন্যতম সেরা পুরস্কারের মঞ্চে তৈরি হল ইতিহাস। ভারতের ইতিহাস। বিশ্বের দরবারে আবারও সমাদৃত ‘আরআরআর’। ছবি গান ‘নাটু নাটু’ অস্কারের মঞ্চে সেরা অরিজিনাল গানের ক্যাটাগরিতে পুরস্কার পেল।
অস্কারের কার্পেট দিয়ে হেঁটে গেলেন ছবির তারকারা। রামচরণের নাম উচ্চারণ করে উল্লাসধ্বনি শোনা গেল দর্শকাসন থেকে। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না রামচরণ। সংবাদমাধ্যমকে সেখানে দাঁড়িয়েই জানান, ‘‘আমরা এখানে ভারতবর্ষের হয়ে এসেছি, ভারতবর্ষের জন্য এসেছি। আর আমাদের ছবির সুরকার এবং পরিচালককে ধন্যবাদ জানাতে চাই। তাঁদের জন্যেই তো আসা।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Oscars, Oscars 2023, RRR