সন্তানই সৌভাগ্য এনেছে, অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে অস্কারে এসে বললেন রাম, NTR-এর পোশাক নিয়ে মাতামাতি Oscars 2023 rrr RRR star Ram Charan attended The Oscars with pregnant wife Upasana and says Baby is bringing luck – News18 Bangla

Advertisement

লস অ্যাঞ্জেলস: ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ফের নজির গড়ল ভারত। গোল্ডেন গ্লোবের পর একাধিক আন্তর্জাতিক পুরস্কার জিতে নিয়ে এবার বিশ্বের অন্যতম সেরা পুরস্কারের মঞ্চে তৈরি হল ইতিহাস। ভারতের ইতিহাস। বিশ্বের দরবারে আবারও সমাদৃত ‘আরআরআর’। ছবি গান ‘নাটু নাটু’ অস্কারের মঞ্চে সেরা অরিজিনাল গানের ক্যাটাগরিতে পুরস্কার পেল।

অস্কারের কার্পেট দিয়ে হেঁটে গেলেন ছবির তারকারা। রামচরণের নাম উচ্চারণ করে উল্লাসধ্বনি শোনা গেল দর্শকাসন থেকে। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না রামচরণ। সংবাদমাধ্যমকে সেখানে দাঁড়িয়েই জানান, ‘‘আমরা এখানে ভারতবর্ষের হয়ে এসেছি, ভারতবর্ষের জন্য এসেছি। আর আমাদের ছবির সুরকার এবং পরিচালককে ধন্যবাদ জানাতে চাই। তাঁদের জন্যেই তো আসা।’’

Published by:Teesta Barman

First published:

Tags: Oscars, Oscars 2023, RRR

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।