ফাঁকা শ্বশুরবাড়িতেই প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ বধূ, ধরা পড়ে নিগ্রহের শিকার

Advertisement

পরকীয়ার অভিযোগে গৃহবধূ ও তাঁর প্রেমিককে খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার। অভিযুক্ত বধূ ও তার স্বামীকে উদ্ধার করেছে পুলিশ। পালটা বধূর প্রেমিকের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেছেন বধূর স্বামী।

ঘটনা চন্দ্রকোণার চাঁদা গ্রামের। স্থানীয় এক বধূর সঙ্গে বাঁকা জগন্নাথপুর গ্রামের এক যুবকের প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি শ্বশুরবাড়ির লোকেদের। কিন্তু সেকথা স্বীকার করছিলেন না বধূ। শনিবার ফাঁকা বাড়িতে হাজির হন বধূর প্রেমিক। বধূর সঙ্গে রতিক্রিয়ায় লিপ্ত হন তিনি। এর পর শ্বশুরবাড়ির লোকেরা ফিরে এলে বধূর সঙ্গে যুবককে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন। এর পর বধূ ও তাঁর প্রেমিককে খুঁটিতে বেঁধে শুরু হয় মারধর। খবর পেয়ে পুলিশ পৌঁছে বধূ ও তাঁর প্রেমিককে উদ্ধার করে চন্দ্রকোণা থানায় নিয়ে আসে।

বধূর স্বামীর দাবি, বেশ কিছুদিন ধরে এলাকারই এক বিবাহিত যুবকের সঙ্গে স্ত্রীর প্রণয়ের সম্পর্কের ব্যাপারে শুনতে পাচ্ছিলাম। ওকে জিজ্ঞাসা করলে অস্বীকার করত। রবিবার ও হাতেনাতে ধরা পড়ে। আমি ঘরে ঢুকে যুবকটিকে বেরিয়ে যেতে বলি। তখন ও পালটা আমার ওপর হামলা চালায়। আমি পুলিশে অভিযোগ জানিয়েছি।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।