দুর্গাপুরের একই পরিবারের রহস্যমৃত্যু, নেপথ্য নিয়োগ দুর্নীতি? হোয়াটসঅ্যাপ মেসেজ ঘিরে বাড়ছে জল্পনা | দুর্গাপুরে একই পরিবারের চার জনের রহস্যমৃত্যু বাড়াচ্ছে নতুন জল্পনা

Advertisement

Advertisement

দুর্গাপুরে একই পরিবারের ৪ জনের রহস্যমৃত্যু

একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল ছড়াল দুর্গাপুরের কুড়িলিয়াডাঙা এলাকায়। রবিবার সকাল ৬ টা নাগাদ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী আসে। মৃতের আত্মীয়রা পুলিশকে মৃতদেহ উদ্ধার করতে বাঁধা দেয়। তাঁদের দাবি, দুই সন্তান সহ স্বামী ও স্ত্রীকে খুন করা হয়েছে। খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত মৃতদেহ উদ্ধার করা যাবে না। এমনই দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা।

বিক্ষোভ স্থানীয়দের

বিক্ষোভ স্থানীয়দের

জমির কেনাবেচার কারবারি করেন অমিত মন্ডল। তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় এদিন বাড়ি থেকে। সঙ্গে তাঁর স্ত্রী ও একজন বছর দুয়ের কন্যা ও বছর ১০ পুত্র সন্তানের মৃত দেহ ওই ঘরেই ছিলো। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
একই পরিবারের চার জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য, মৃতের হোয়াটস অ্যাপ মেসেজ ঘিরে দানা বেধেছে রহস্য।পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকার বাসিন্দারা তাদের দেহ নিয়ে যেতে বাধা দেয়। তাদের অভিযোগ, অমিত মন্ডল ও তার পরিবারকে খুন করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে রয়েছে অমিত মণ্ডলের মা বুলারানী মন্ডল ও মামাতো ভাই সুশান্ত নায়েক ওরফে নান্টু।

নিয়োগ দুর্নীতির ছায়া

নিয়োগ দুর্নীতির ছায়া

দুর্গাপুরে একই পরিবারের চার জনের রহস্য মৃত্যুর নেপথ্যে নিয়োগ দুর্নীতির ছায়া রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। মৃত অমিত মন্ডলের মাসতুতো বোন সুদীপ্তা ঘোষের অভিযোগ, মৃত অমিত জানতে পেরেছিল তার মামার বাড়ির পরিবারের বেশ কয়েকজন ২০১২ সালে টেট পাস না করেও চাকরি পেেয়ছিল। অমিত তাঁর বোন সুদীপ্তাকে হোয়াটস অ্যাপে জানিয়েছিল। তারপরই এদিন ভোরে এই ঘটনা ঘটে।

আর কী অভিযোগ করেছিলেন অমিত

আর কী অভিযোগ করেছিলেন অমিত

অমিত মণ্ডল হোয়াটস অ্যাপ মেসেজে আরও লিখেছিলেন যে মামাতো ভাই সুশান্ত নায়েক ও প্রশান্ত নায়েক বিভিন্ন সময়ে সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে বে-আইনি ভাবে জমির লেনদেন করে বিপুল সম্পত্তি করেছিলেন। এছাড়াও সরকারী চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়েছে সুশান্ত নায়েক। ওই মেসেজে বিচারপতি অভিজিত গাঙ্গুলি সহ সিবিআই ও পুলিশের দৃষ্টি আকর্ষন করেছেন মৃত অমিত। সুদীপ্তার আরও অভিযোগ, অমিতের হাত পেছমোড়া করে বাঁধা রয়েছে ও বাড়ির সিসিটিভি কালো পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। গতকাল রাতে অমিতের মা বুলারািন মণ্ডল এই বাড়িতেই ছিলেন।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।