Advertisement
ভারতীয় সময় অনুযায়ী, ১৩ মার্চ তারিখে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে অস্কার। কিরাবাণী এবং চন্দ্রবোস ছাড়া ‘আরআরআর’ টিম থেকে উপস্থিত ছিলেন পরিচালক এসএস রাজামৌলী, তাঁর স্ত্রী রামা এবং ছেলে কার্তিকেয়া, অভিনেতা রামচরণ এবং তাঁর স্ত্রী উপাসনা কোনিডেলা, অভিনেতা জুনিয়র এনটিআর-সহ আরও অনেকে। প্রত্যেককেই অস্কারে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হয়েছে। সেই এক একটি টিকিটের মূল্য আকাশছোঁয়া!
Advertisement