বাঁকুড়ায় বিক্ষোভের মুখে বিধায়ক
পঞ্চায়েত ভোটকে সামনে রেখে জনসংযোগে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়ার ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়া। তাঁকে ‘গো-ব্যাক’ স্লোগানও শুনতে হয়। রবিবার তিনি নিজের বিধানসভার আমরুল-শিলকরায় গিয়েছিলেন। এই ঘটনায় শাসক তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছেন খোদ বিজেপি বিধায়ক।

দলীয় কর্মীদের মারধরের অভিযোগ
ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়ার দাবি, এদিন ইন্দাসের আমরুল রামকৃষ্ণ সেবাশ্রম থেকে শিলকরা গ্রামে দলের বুথ সভাপতির বাড়ির যাওয়ার পথে তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতির নেতৃত্বে কয়েক জন তাকে ঘিরে ধরে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দলের একাধিক কর্মীকে মারধর করেছে বলেও অভিযোগ করেছেন তিনি। ১০২ নম্বর শিলকরা বুথ বিজেপি সভাপতি বাসুদেব মাঝির দাবি, ওই ঘটনার পর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়ি ঘিরে রেখেছে।

অভিযোগ অস্বীকার তৃণমূলের
বিজেপি বিধায়কের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দলের ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদ বলেছেন, ভোট শেষে বিজেপি বিধায়ককে এলাকায় দেখা যায়নি। ভোট আসছে, উনি আবার বেরিয়েছেন। গ্রামের মানুষ সম্মিলিতভাবে বিক্ষোভ দেখিয়েছেন। এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় বলে তিনি দাবি করেন।

কোচবিহারে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক
কোচবিহার জেলা জুড়ে চলছে বিজেপির জনসংযোগ অভিযান। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে বিভিন্ন এলাকায় চলছে বুথ স্বশক্তি করণ কর্মসূচি। রবিবার সকালে কোচবিহার ১ নং ব্লকের ঘুঘুমারির পালপাড়া এলাকা ১৬৯ নম্বর বুথে এই কর্মসূচিতে যাচ্ছিলেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিলরঞ্জন দে। কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরা তাকে কালো পতাকা দেখান এবং গো ব্ল্যাক স্লোগান দিতে থাকেন। এই ঘটনায় উত্তেজনা তৈরি হয়।

বিধায়কের দাবি
বিধায়ক বলেন, লোকসভা এবং বিধানসভা উভয় নির্বাচনে এই বুথে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করে। সারা জেলা জুড়ে তৃণমূল সন্ত্রাসের পরিবেশ তৈরির করার চেষ্টা করছে, সেই কারণে তারা বিরোধীদের কর্মসূচিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

তৃণমূলের প্রতিক্রিয়া
কোচবিহার তৃণমূলের নেতা জ্যোতির্ময় দাস বলেছেন, বিজেপির বিধায়ক মিথ্যা অভিযোগ করছেন। তিনি এলাকার জনপ্রতিনিধি অথচ কোনও দিন তাঁকে এলাকার মানুষ দেখতে পান না। সে কারণেই তিনি জনরোষের শিকার হয়েছেন বলে দাবি তৃণমূলের। ওই নেতা আরও বলেছেন, এক বছর আগে সুটকাবাড়ি অঞ্চলে ঝড়ের পরেও বিধায়ককে দেখতে পাওয়া যায়নি। সেই কারণে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ দেখিয়েছেন।