কার দখলে সোনার বুট? কে জিতল সোনার বল? দেখে নিন ISL 2022-23 কে কোন পুরস্কার পেল

Advertisement

ফতোরদা স্টেডিয়ামের গ্য়ালারিতে কলকাতা থেকে যাওয়া সমর্থকের সংখ্য়া ছিল প্রায় ৫ হাজারেরও বেশি। চ্যাম্পিয়ন হওয়ার পর মুহূর্তেই জুয়ান ফেরান্দোর টিমের গায়ে উঠেছিল মেরুন জার্সি। সেই জার্সিতে লেখা ছিল ‘চ্য়াম্পিয়ন’। চ্য়াম্পিয়ন হওয়ার পর অধিনায়ক প্রীতম কোটাল বলেন, ‘সেমিফাইনালটাই আমাদের মধ্যে আত্মবিশ্বাস ভরে দিয়েছিল। ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে যে ভাবে জিতেছি, মনে হয়েছিল, ফাইনালে দারুণ কিছু করে দেখাতে পারি। পুরো টিম এই একটাই বিশ্বাস নিয়ে গোয়ায় পা দিয়েছিল। ভালো লাগছে, স্বপ্নপূরণ করতে পেরেছি। মরশুমের শুরু থেকে যাঁরা আমাদের পাশে থেকেছেন, তাঁদের সকলকেই ধন্য়বাদ।’

আরও পড়ুন… চ্যাম্পিয়ন হয়েই ফুটবলারদের আত্মত্যাগের কথা শোনালেন ATK মোহনবাগানের কোচ ফেরান্দো

তবে এটিকে মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি এদিন এবারের আইএসএল-এর চ্যাম্পিয়ন থেকে উঠতি সেরা তারকা সকলের হাতে পুরস্কার তুলে দেওয়া হল। এ বছর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেওয়া হল গ্রাসরুট অ্যাওয়ার্ডও।

দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার পেলেন-

ফাইনাল ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্য়াচ হয়েছিলেন দিমিত্রি পেত্রাতোস। অসাধারণ পারফরমেন্সের পাশাপাশি এদিনের ম্যাচে পেনাল্টিতে ২টি গোল করার পরে টাইব্রেকারেও গোল করেন তিনি।

কেএফসি স্ট্রিট বলার অফ দ্য লিগ পেয়েছেন নোহ সাদাউই। ২৯ বছরের এই তারকা এফসি গোয়ার হয়ে খেলেছেন। ২০ ম্যাচে মোট ৯টি গোল করেছেন তিনি।

আরও পড়ুন… এশিয়া কাপ নিয়ে গরম গরম কথা বলার পর এবার ভারতের শক্তির কথা স্বীকার করে নিলেন পাকিস্তান বোর্ড প্রধান

আইএসএল-এর গোল্ডেন গ্লাভস পুরস্কার। যেটি পেয়েছেন এটিকে মোহনবাগানের বিশাল কাইথ। সব থেকে বেশি ১১টা ক্লিনশট করার পাশাপাশি সব থেকে গোল বাঁচিয়েছেন বাগানের এই তারকা গোলরক্ষক। বিশাল কাইথের জন্য ফাইনালে চ্যাম্পিয়ন হতে সক্ষম হয়েছিল এটিকে মোহনবাগান। ক্লিনশিট দেওয়ার ক্ষেত্রে বিশালের থেকে গুরপ্রীত অনেকটাই পিছনে ছিলেন।

আইএসএল ২০২২-২৩ এর গোল্ডেন বুট জেতেন ওড়িশা এফসির দিয়েগো মাউরিসিয়ো। তিনি এবারে ১২টি গোল করে সকলের শীর্ষে ছিলেন।

এই মরশুমের এমার্জিং প্লেয়ার অফ দ্য সিজিন হয়েছিলেন শিবা শক্তি নারায়াণান। তবে দুঃখের বিষয় হল যে এদিনে ম্য়াচের প্রথমেই চোট পেয়ে ছিটকে যেতে হয়েছিল তাঁকে। ম্যাচের প্রথম মিনিটেই নাক থেকে রক্ত বেরতে থাকে। পরে তাঁর চিকিৎসা করা হয়। শিবা শক্তির পরিবর্তে ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন সুনীল ছেত্রী।

চলতি মরশুমে গ্লোডেন বল অর্থাৎ সোনার বল জেতেন মুম্বই সিটি এফসির লালিয়ানজুয়ালা ছাংতে।

আইএসএল- এর সেরা পিচের পুরস্কার জিতেছে কেরালা ব্লাস্টার্স। আইএসএল-এর এবারের সেরা গ্রাসরুটের পুরস্কার জেতে বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়া। এছাড়া টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ৬ কোটি টাকা জেতে এটিকে মোহনবাগান। রানার্স আপ বেঙ্গালুরু পেয়েছে ২.৫ কোটি টাকা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।