এবার রেলে চাকরি দেওয়ার নামে কুন্তলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Advertisement

এবার রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল চাকরিচুরির অন্যতম পান্ডা কুন্তল ঘোষের বিরুদ্ধে। অভিযোগ, রেলেরে চাকরির বিনিময়ে এক ব্যক্তির কাছ থেকে ১২ লক্ষ টাকা দাবি করেছিলেন তিনি। এমনকী নিজেকে রেলের একজিকিউটিভ দাবি করে তৈরি করিয়েছিলেন ভিজিটিং কার্ড।

হুগলির বাসিন্দা এক ব্যক্তি জানিয়েছেন, কুন্তল ঘোষ তাঁকে বলেছিলেন ১২ লক্ষ টাকার বিনিময়ে রেলে চাকরি হবে। তখন কুন্তল বেশ কয়েকজনকে গ্রুপ ডি ও শিক্ষকের চাকরি দিয়েছে। সেকথা জেনে কুন্তলকে ৫ লক্ষ টাকা আগাম দিই। এর পর রেলের ইমেইল আইডির মতো একটি আইডি থেকে আমার কাছে ইমেইল আসে। আমাকে শিয়ালদা স্টেশনের কাছে একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাকা হয়। সেখানে আমার রক্তের নমুনা সংগ্রহ করা হয়। এর পর জানানো হয়, ফাইনাল ভেরিফিকেশনের জন্য শিয়ালদা স্টেশনে ডাকা হবে। কিন্তু বিষয়টি গোলমেলে বুঝে আমি টাকা ফেরত চাই।

ওই ব্যক্তি জানিয়েছেন, নিজেকে রেলের এগজিকিউটিভ বলে পরিচয় দিয়েছিলেন কুন্তল ঘোষ। ভিজিটিং কার্ডও ছাপিয়েছিলেন তিনি।

এব্যাপারে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ‘রেলে টাকার বিনিময়ে নিয়োগ সম্ভব নয়। প্রতারকরা এই ধরণের প্রতিশ্রুতি দিয়ে থাকে। আমি প্রায় নিশ্চিত যে ওই ব্যক্তি প্রতারকদের খপ্পরে পড়েছিলেন। তবে কাগজপত্র হাতে পেলে তদন্ত করে একেবারে নিশ্চিত হয়ে বলতে পারব।’

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।