Advertisement
২০০৩ সালে, ইয়ানা, বিবেক ওবেরয় অভিনীত সিনেমা দম-এ একটি আইটেম ডান্স করার জন্য নির্বাচিত হন। এই ছবির ‘বাবু জি জারা ধিরে চলো’ গানে নাচার পরে ইয়ানার ক্যারিয়ারও জ্বলজ্বল করে ওঠে। এরপর ইয়ানা বলিউডের অনেক ছবিতে কাজও করেছেন। যার মধ্যে রাখা, চলো দিল্লি, মার্ডার-২ এবং দশেরার মতো ছবি রয়েছে। তবে এখন ইয়ানা গুপ্তা গত কয়েক বছর ধরে সিনেমা থেকে দূরেই রয়েছেন। ইয়ানাকে শেষবার দেখা গিয়েছিল ২০১৮ সালের দশেরা ছবিতে।
Advertisement