Soumya-Shah Rukh: প্রশংসায় বাকরুদ্ধ! মন্নতের বাইরে দাঁড়ানো ‘ফ্য়ান বয়’ সৌম্য এখন শাহরুখের নজরে

Advertisement

রানির ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’তে মুগ্ধ শাহরুখ খান। এক মায়ের সন্তানকে ফিরে পাওয়ার কাতর আর্তি… মন ছুঁয়েছে শাহরুখের। টুইটে পর্দার মিসেস চ্যাটার্জি রানি-সহ গোটা টিমকে প্রশংসায় মুড়ে দিয়েছেন কিং খান। এই ছবিতে মিসেস চ্যাটার্জির স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তবে অনির্বাণের পাশাপাশি টলিগঞ্জের আরও এক অভিনেতার পারফরম্যান্স নজর কেড়েছে এই ছবিতে। তিনি আর কেউ নন, ‘প্রেম টেম’ খ্যাত সৌম্য মুখোপাধ্যায়। ছবিতে রানির দেওরের চরিত্রে অভিনয় করেছেন সৌম্য। শাহরুখের টুইটেও রয়েছে তাঁর নাম।

শাহরুখ খানের অন্ধ ভক্ত সৌম্য। বাবাকে লুকিয়ে এসআরকে-র ছবি হলে দেখে বড় হয়েছেন ‘ময়ূরপঙ্খী’র নায়ক। এক কথায় তিনি শাহরুখ খানের ‘জবরা ফ্যান’। পর্দায় শাহরুখ খানকে দেখেই অভিনয়ের ভূত মাথায় চেপেছিল ছেলেবেলায়। সেই শাহরুখ তাঁর প্রথম ছবি ছবি দেখে প্রশংসা করেছেন, বিশ্বাসই হচ্ছে না সৌম্যর। নিজের অনুপ্রেরণার কাছ থেকে প্রশংসা শুনে কী অনুভূতি? হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেতা জানালেন, ‘শাহরুখ খানের কাছ থেকে প্রশংসা পাওয়াটা এটা আমার জীবনের অন্য়তম সেরা মুহূর্ত। স্বপ্নপূরণ বলা যায়, ভাষা নেই বুঝিয়ে বলবার…। আমার নতুন কাজের প্রস্তুতি চলছে (এখানে) তাই স্ক্রিনিংয়ে (মুম্বই) যেতে পারিনি। তবে যাঁরা দেখেছেন তাঁরা নিয়মিত ফিডব্যাক পাঠাচ্ছিলেন, আশা ছিল ভালো কিছু একটা হয়েছে। আসলে চরিত্রটাই এতটা চ্যালেঞ্জিং।’

খানিকটা থেমে অভিনেতার সংযোজন, ‘আমি বাংলায় কখনও নেগেটিভ শেডের চরিত্র তো কখনও করিনি। আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল। সত্যি বলছি আমি খুব পরিশ্রম করেছি এই চরিত্রটার জন্য। কোভিডের মধ্যেই অডিশন দেওয়া, সিলেকশন, সব….তবে এটা যে এখানে (শাহরুখের টুইট) চলে যাবে আমি ভাবিনি’।

একটা সময় ‘মন্নত’-এর বাইরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেন সৌম্য, সেখান থেকে শাহরুখের টুইটে তাঁর নাম। বললেন, ‘আমি যখন মুম্বইতে থিয়েটার করতে গিয়েছি তখন ওঁনার বাড়ির বাইরে দাঁড়িয়ে থেকেছি। মনে হয়েছে মন্নতের গেটটা খুলবে আর আমি ভিতরে ঢুকে যাব… দিনের বেলায় গেছি, রাতের বেলায় গিয়েছি… আমার মা যেমন উত্তম কুমারের ফ্যান, তেমন শাহরুখ খানের ফ্যান। ছোটবেলায় মা লুকিয়ে আমাদের কুছ কুছ হোতা হ্যায় দেখতে নিয়ে গিয়েছিল। পরে বাবা জানতে পেরে মায়ের উপর, আমার উপর খুব রেগে গিয়েছিল। আমি সত্যিই বাকরুদ্ধ, এই মুহূর্তটা ভাষায় প্রকাশ করতে পারব না। আমার নাম না লিখলেও কিছু আসত-যেত না, তবুও উনি লিখলেন।’


শাহরুখের সঙ্গে মুখোমুখি দেখা হলে সৌম্য কী করবেন? রানির অনস্ক্রিন দেওর জানালেন, ‘আমি পুরো কোলাপস করে যাব… অসম্ভব’। ভবিষ্যতে শাহরুখ খানের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন সৌম্য। শাহরুখের সামনে পেশাদার অভিনেতা হিসাবে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার শপথ মনে মনে নিয়ে ফেলেছেন, তবে ‘ফ্যান-বয়’ স্বত্ত্বাটাও অফ-ক্যামেরা বজায় রাখবেন তিনি।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।