PSL 2023 Final: পিএসএল ফাইনালে শাহিদ আফ্রিদির মেজাজে ব্যাট হাতে ঝড় তুললেন শাহিন, চার-ছক্কায় ভাসল লাহোর- ভিডিয়ো

Advertisement

কথায় আছে, ওস্তাদের মার শেষ রাতে। প্রচলিত বাংলা প্রবাদটিকে যথার্থ প্রমাণ করলেন শাহিন আফ্রিদি। পাকিস্তান সুপার লিগের ফাইনালে বল হাতে নেওয়ার আগেই শাহিন নিজের পারফর্ম্যান্সে চমকে দিলেন সকলকে। লাহোর কালান্দার্সের ক্যাপ্টেন ব্যাট হাতে ঝড় তোলেন গদ্দাফি স্টেডিয়ামে।

শাহিনের ব্যাটের হাত যে মন্দ নয়, এতদিনে সেটা অনেকেরই জানা। বিশেষ করে বড় শট নেওয়ার ক্ষমতার জন্যই তাঁকে পিঞ্চহিটার হিসেবে মাঝে মধ্যেই ব্যাটিং অর্ডারের উপরের দিকে নামতে দেখা যায়। এবারের পিএসএলে একটি হাফ-সেঞ্চুরিও করেছেন শাহিন। রাওয়ালপিন্ডিতে পেশোয়ার জালমির বিরুদ্ধে লিগ ম্যাচে ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৫২ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন শাহিন।

এমনকি পেশোয়ারের বিরুদ্ধে দ্বিতীয় এলিমিনেটর ম্যাচেও দুর্দান্ত একটি ছক্কা হাঁকিয়ে লাহোরকে ম্যাচ জেতান শাহিন। তবে ফাইনালে তাঁর ব্যাট থেকে বেরোয় অবিশ্বাস্য ইনিংস। মুলতান সুলতানসের বিরুদ্ধে খেতাবি ম্যাচে সাত নম্বরে ব্যাট করতে নামেন শাহিন। মাত্র ১৫ বলে ৪৪ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে নট-আউট থাকেন তিনি। মারকাটারি ইনিংসে ২টি চার ও ৫টি ছক্কা মারেন আফ্রিদি।

শাহিনের বিধ্বংসী মেজাজে ব্যাটিং দেখে শাহিদ আফ্রিদির কথা মনে পড়াই স্বাভাবিক। শাহিনের ক্যামিও ইনিংসের সুবাদেই লাহোর প্রথমে ব্যাট করে ২০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলতে সক্ষম হয়।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।