Advertisement
শুধু অভিনয় নয়, নামেও থাকতে হবে চমক। অথচ সেই নাম এমন হতে হবে, যা মনে থাকবে সহজেই। যীশু সেনগুপ্ত থেকে দেব, টোটা রায়চৌধুরী, কোয়েল মল্লিক- বড় পর্দার বহু শিল্পীই হেঁটেছেন এই পথে। ছোট পর্দার জনপ্রিয় মুখ নীল ভট্টাচার্যও রয়েছেন সেই তালিকায়।
Advertisement