শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া একদিনের সিরিজ। মুম্বইয়ে প্রথম একদিনের ম্যাচ মুখোমুখি হয়েছে দুই দল। এই ম্যাচে রোহিত শর্মা না থাকায় অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন হার্দিক পান্ডিয়া। এদিন টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন হার্দিক। বোলিং নেওয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল না তা ম্যাচ শুরুর দুই ওভারের মাথায় প্রমাণ করেন পেসার মহম্মদ সিরাজ। ২ ওভারের মাথায় হেডকে আউট করে ফিরিয়ে দেন তিনি।
প্রথম ওভারের পর শুরুটা ১৩০ কিলোমিটার গতিতে শুরু করেন সিরাজ। তবে চেষ্টা করেন ১৪০ কিলোমিটার বেগে। শেষ বলটা খেলতে গিয়ে আউট হন অস্ট্রেলিয়ার ব্যাটার হেড। সেই সঙ্গে সঙ্গেই স্লিপে দাঁড়িয়ে থাকা ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির পুরনো অগ্রাসী মনোভাব ফুটে ওঠে। অস্ট্রেলিয়ার ওপেনার আউট হওয়ার আগে সিরাজের চতুর্থ বলে একটি শর্ট খেলেন কভারে। সেই বল খেলার পর দুই ক্রিকেটারের কিছুক্ষণের জন্য চোখাচোখি হয়। কিন্তু সেই ওভারের শেষ বলে শেষ হাসি হাসেন মহাম্মদ সিরাজ। ১০ বল খেলে ৫ রান করেন হেড।
মহম্মদ সিরাজের এই দুর্দান্ত প্রত্যাবর্তনের কথা জানিয়ে ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাসকর বলেন, ‘যদি খেয়াল করে দেখা হয় তাহলে দেখা যাবে সিরাজের ১৩০ কিলোমিটার বেগে আসা বলটিতে বাউন্ডারি মারে অস্ট্রেলিয়ার ব্যাটার। কিন্তু তাতে দমে না গিয়ে নতুন উদ্যমে বল করতে থাকে সিরাজ। পরবর্তী দুটি বল ১৪০ কিলোমিটার বেগে করে ও। বলের গতি বাড়িয়ে এবং একটু নড়াচড়া করিয়ে নিজের লক্ষ্যকে খুঁজে পেয়ে যায় সিরাজ।’
ব্যক্তিগত কারণে এই ম্যাচ খেলছেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর পরিবর্তে দায়িত্ব সামলাচ্ছেন হার্দিক পান্ডিয়া। এটাই ভারতের জাতীয় দলের হয়ে তাঁর প্রথম একদিনের ম্যাচে অধিনায়ক হিসেবে নামা। টেস্ট সিরিজ জয়ের পর এই সিরিজও নিজেদের দখলে রাখতে চাইছে টিম ইন্ডিয়া। সেই টার্গেট মাথায় নিয়ে এগিয়ে চলেছে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ারা।