লস অ্যাঞ্জেলস: অস্কার মঞ্চে বিজয়ী হিসেবে আরআরআর-এর নাটু নাটু-র নাম ঘোষিত হতেই চোখের জল ধরে রাখতে পারলেন না দীপিকা পাড়ুকোন। এস এস রাজামৌলীর ছবির এই গান এ বছর সেরা মৌলিক সঙ্গীত বিভাগে পুরস্কৃত হল। এ বার দেশকে এনে দিল দ্বিতীয় অস্কার পুরস্কার। মঞ্চে পুরস্কার নিতে ওঠেন সুরকার এমএম কীরাবাণী। তখন দর্শকাসনে বসে দীপিকার চোখের কোণে জল ধরা পড়ে ক্যামেরায়। আবেগী দীপিকার ভিডিও এখন ভাইরাল।
আরআরআর দলের অন্যান্যদের থেকে দূরে বসলেও দীপিকা তাঁর সমর্থনের ভাষা ও আনন্দাশ্রু গোপন করার চেষ্টা করেননি। এ বার অস্কার মঞ্চে নাটু নাটু-র পারফরম্যান্সকে ইন্ট্রোডিউসও করে দেন তিনি। বলেন ‘‘অসাধারণ মনোগ্রাহী সুর যেখানে আছে ছন্দের ঝঙ্কার এবং অনবদ্য নাচের ভঙ্গি৷ সব মিলিয়ে গানটি পরিণত হয়েছে গ্লোবাল সেনসেশনে৷ আরআরআর ছবিতে গানটির দৃশ্য তথা দৃশ্যায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে৷ বাস্তব জীবনে ভারতীয় বিপ্লবী অল্লুরি সীতারামা রাজু এবং কোমারাম ভীমের মধ্যে বন্ধুত্বকে উপর ভিত্তি করেই এই ছবি তৈরি করেছে৷’’
আরও পড়ুন : অস্কার মঞ্চে তুফান তুলল নাটু নাটু, নাচ শেষে দাঁড়িয়ে অভিবাদন ও কুর্নিশ জানাল পুরো প্রেক্ষাগৃহ
deepika when naatu naatu won the oscar 🥺 pic.twitter.com/IuT5tgouhE
— Tara (@sarphiriiiii) March 13, 2023
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Deepika Padunkone, Oscars 2023