DA আন্দোলনের মঞ্চে নৌসাদ সিদ্দিকির ওপর হামলা বহিরাগতর

Advertisement

ডিএ আন্দোলনকারীদের অনশনে যোগদান করে আন্দোলন মঞ্চেই হামলার মুখে ভাঙড়ের ISF বিধায়ক নৌসাদ সিদ্দিকি। শনিবার দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ ময়দানে DA আন্দোলনকারীদের মঞ্চে নৌসাদের ওপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। নওসাদকে ধাক্কা মারেন তিনি। সঙ্গে সঙ্গে মঞ্চে উপস্থিত আন্দোলনকারীরা তাঁকে ধরে ময়দান থানার পুলিশকর্মীদের হাতে তুলে দেন।

শনিবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ডিএ আন্দোলনকারীদের অনশনে সামিল হয়েছেন নৌসাদ। দুপুর ২টো নাগাদ মঞ্চে বক্তব্য রাখেন তিনি। তাঁর ভাষণ শুরু হতেই এক যুবক নৌসাদের দিকে এগিয়ে যান। নৌসাদকে প্রশ্ন করেন, আপনি সংখ্যালঘুদের জন্য কী করেছেন? জবাবে মাইক্রোফোন হাতেই নৌসাদ বলতে শুরু করেন, শুঘু সংখ্যালঘু নয়, আমি সংখ্যাগুরুদের জন্যও করতে চাই।

তাঁর মুখের কথা শেষ হতে না হতেই নৌসাদকে ধাক্কা মারেন ওই যুবক। সঙ্গে সঙ্গে মঞ্চে উপস্থিত আন্দোলনকারীরা যুবককে ঘিরে ধরেন। তাঁকে নিরস্ত করার চেষ্টা করেন তাঁরা। এর পর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন তাঁরা।

ডিএ আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, এই ব্যক্তি বহিরাগত। কারও অনুমতি ছাড়াই আন্দোলনের মঞ্চে ঢুকে পড়েছিলেন তিনি। ধৃতকে ময়দান থানায় নিয়ে গিয়ে তাঁর বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে মঞ্চের তরফে।

ঘটনার পর নৌসাদ সিদ্দিকি বলেন, রাজনীতিতে এসে অনেক রকম নতুন অভিজ্ঞতা হয়েছে। আজও এক অভিজ্ঞতা হল। এভাবে নৌসাদকে রোখা যাবে না।

এই ঘটনায় তৃণমূলের প্রতিক্রিয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করার জন্য ওই মঞ্চ তৈরি করা হচ্ছে। ওখানে নাটক হচ্ছে। এই ঘটনা সেই নাটকেরই অংশ।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।