Bengali Folk Song | ফাল্গুনী প্রেম উস্কে দিতে বরেণ্য-অনন্যার নতুন লোকগীতি! জুটি বাঁধছেন আরিয়ান ও রিম্পা

Advertisement

কলকাতা: ফাল্গুন মাস গ্রাম বাংলার মাটির কথা মনে করায়। আর মনে করায় ভালবাসার কথা। তাই ঋতুরাজ বসন্তে শ্রোতাদের মনের উপযোগী রসদ দিতে বরেণ্য সাহা ও অনন্যা খ্যাঁদা ভট্টাচার্যের কণ্ঠে মুক্তি পেল লোকগীতি ‘একখান পান চাইলাম’।

এই গান দু’জন ভালবাসার মানুষের কথোপকথন। পাশাপাশি মাটির গন্ধ মাখা এই গান শ্রোতাদের মাটির কাছাকাছি নিয়ে যাবে। বরেণ্য সাহা এই গানের নাচের তালের কথা মাথায় রেখেই আরিয়ান ও রিম্পাকে কাজ করার প্রস্তাব দেন। এই গানের সুর-তাল-লয় এমনই যে মানুষের পা ছন্দে দুলে উঠতে বাধ্য।

‘একখান পান চাইলাম’ গানটি মূলত পণ্ডিত রামকানাই দাসের লেখা ও সুর। বর্তমানে এই অ্য়ালবামের জন্য মিক্সিং এবং মাস্টারিং করেছেন সুরজ নাগ। অ্য়ারেঞ্জ করেছেন দীপেশ চক্রবর্তী।

বরেণ্য বহুদিন ধরে উজ্জয়িনী মুখোপাধ্য়ায়, স্নিগ্ধজিৎ, অন্বেষা, ইমন, মেখলা দাশগুপ্তের মত জনপ্রিয় কন্ঠশিল্পীর সঙ্গে গান করার পাশাপাশি নিজের অনেক সোলো মিউজিক অ্য়ালবামেও গেয়েছেন। দীর্ঘদিন ধরে কণ্ঠশিল্পী হিসাবে কাজ করতে করতেই বরেণ্যর ‘একখান পান চাইলাম’ গানটিকে অ্য়ালবাম হিসাবে প্রকাশ করার ইচ্ছে ছিল।

আরও পড়ুন: বাসস্থানে ব্যবসার অভিযোগ! দেবের বিরুদ্ধে শান্তিভঙ্গের অভিযোগ, রায় দেবে পুরসভা

আরও পড়ুন: ‘এই পথ যদি না…’ সেই কবেই শেষ! দেখা নেই ‘ঊর্মি’ অন্বেষার, কোথায় গেলেন তিনি

মঞ্চে বহুবার গেয়েওছেন গানটি। তখন মানুষজনের থেকে অভূতপূর্ব সাড়া পেয়েই এই গানটি প্রকাশের কথা ভাবেন।  টাইমস মিউজিক বাংলার সঙ্গে যুক্ত হয়ে এই গানটি গাওয়ার সুযোগ আসে।

গানটিতে কাজ করা নিয়ে আরিয়ান জানান “গানটা শুনেই বেশ জড়িয়ে যাওয়া যায় গানটার সঙ্গে আর পা নিজে থেকেই দুলে ওঠে। এই কারণেই রাজি হয়েছি। বর্তমানে এটা আমার সবচেয়ে  প্রিয় গান আর অনেক দিন ধরেই আমার মিউজিক লিস্টের একদম ওপরের দিকে থাকবে।”

একই কথা জানান রিম্পা রায়ও। তাঁর কথায়, “বরেণ্যদা-অনন্যাদি এত ভাল গেয়েছে গানটা আর এত সুন্দর করে বেঁধেছে যে, যখনই শুনছি নেচে ওঠা ছাড়া উপায় থাকছে না।”

 

বাঙালি নাচ করার মতো বাংলা গান সচরাচর পায় না নাকি। তবে এই ঘাটতি পূরণ করে দেবে বরেণ্য সাহা ও অনন্যা ভট্টাচার্যের এই নতুন গান। হু হু করে গানটির শ্রোতা সংখ্যা বেড়ে যাওয়ায় এমনই ইঙ্গিত পাচ্ছে বরেণ্য সাহা ও তার এই মিউজিক ভিডিওর দল।

Published by:Sanchari Kar

First published:

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।