‘শান্তনু নির্দোষ, দল পাশে নেই খারাপ লাগছে’, ওয়ান ইন্ডিয়ার কাছে মুখ খুললেন স্ত্রী প্রিয়াঙ্কা | তৃণমূল নেতা শান্তনু’র স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের ইন্টারভিউ ওয়ান ইন্ডিয়া বাংলাতে

Advertisement

Howrah Hooghly

oi-Kousik Sinha

  • |
Google Oneindia Bengali News

নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যে ইডির জালে শান্তনু বন্দ্যোপাধ্যায়। আর তাঁর গ্রেফতারির পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ইতিমধ্যে বহিষ্কৃত তৃণমূল নেতার বিপুল সম্পত্তির খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। যার বেশিরভাগটাই আয়ের বহির্ভূত বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ওয়ান ইন্ডিয়া বাংলায় মুখ খুললেন শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা

শুধু তাই নয়, শান্তনুর অ্যাকাউন্টেও মোটা অঙ্কের লেনদেন হয়েছে বলে দাবি। আর এর মধ্যেই সামনে আসছে শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও। ঘটনার পর থেকেই শোনা যায় প্রিয়াঙ্কা নিখোঁজ। কেউ বলেন তিনি পালিয়ে গিয়েছেন। এর মধ্যেই প্রথম প্রিয়াঙ্কার খোঁজ পেল ওয়ান ইন্ডিয়া বাংলা। সাংবাদিক মনোজিত মল্লিকের একাধিক প্রশ্নের মুখোমুখি শান্তনু জায়া প্রিয়াঙ্কা।

ওয়ান ইন্ডিয়া বাংলার প্রশ্ন: শান্তনুর গ্রেফতারের পর থেকে কীভাবে সামলাচ্ছেন গোটা বিষয়টা

উত্তর: গোটা বিষয়টি মানুষ এখন টিভি সহ সব জায়গাতেই মানুষ দেখতে পাচ্ছেন। তবে পুরো বিষয়টি বিচারাধীন। উনি কীভাবে কি করেছেন তা সময় বলবে। ভবিষ্যতে মানুষ সবটাই দেখতে পাবে।

ওয়ান ইন্ডিয়া বাংলার প্রশ্ন: শান্তনুর গ্রেফতারের পর থেকে আপনার নাম সামনে আসছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বেশ কিছু তথ্য সামনে আসছে? কি বলবেন?

উত্তর: সবটা আমি জানি না। কীভাবে ও কি করেছে সেটা আমি ঠিক জানি না। তবে কিছু জিনিস তো আছেই একসঙ্গে। সবটাই জানা যাচ্ছে। কিন্তু আমি কিছুই জানি না।

ওয়ান ইন্ডিয়া বাংলার প্রশ্ন: ইডি কি আপনাকে তলব করেছে?

উত্তর: না আপনাকে ইডি এখনও তলব করেনি। ফোন কিংবা নোটিশ আসেনি। আসলে নিশ্চয় জাব। তদন্তে সবরকম সহযোগিতা করব।

ওয়ান ইন্ডিয়া বাংলার প্রশ্ন: শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিচয় কীভাবে?

উত্তর: বিয়ের আগে থেকেই ওর সঙ্গে আমার পরিচয়। ভালোবেসে বাড়িতে মতামত নিয়েই আমাদের বিয়ে হয়। ২০০৫ সালে আমাদের বিয়ে হয়।

ওয়ান ইন্ডিয়া বাংলার প্রশ্ন: ছাত্রী জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত?

উত্তর: আমার শ্বশুর বাড়ির সমস্ত লোকজন রাজনীতির সঙ্গে যুক্ত। ও তাই প্রথম থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। আমি বিয়ের পর ওর সঙ্গেই থেকেছি।

ওয়ান ইন্ডিয়া বাংলার প্রশ্ন: শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হঠাত উত্তরণ দেখে কোনও সন্দেহ হয়েছিল?

উত্তর: আমরা এই ব্যাপারগুলি কিছুই জানতাম না। রাজনীতি করছে। অনুষ্ঠানে দেখা হয়েছে। কিন্তু আলাদা ভাবে কারোর সঙ্গে সম্পর্কের কিছুই জানতাম না।

ওয়ান ইন্ডিয়া বাংলার প্রশ্ন: শান্তনুর বিপুল সম্পত্তি কীভাবে? সহধর্মিণী হিসাবে কোনও দিন সন্দেহ হয়নি?

উত্তর: কোনও দিনই হয়নি

ওয়ান ইন্ডিয়া বাংলার প্রশ্ন: শান্তনুর শাশুড়ি বলছেন জামাই নির্দোষ! আপনার কি মনে হয়

উত্তরঃ আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ। সময় গেলে তা আরও বোঝা যাবে। তবে সংবাদমাধ্যমের আরও একটু সহানুভূতিশীল হওয়া উচিৎ ছিল।

ওয়ান ইন্ডিয়া বাংলার প্রশ্ন: পরিবারের উপর ঝড় কীভাবে সামলাচ্ছেন? পোস্টার পড়ছে আপনার নামে? কীভাবে সামলাচ্ছেন? দল থেকে বহিষ্কারে কি খারাপ লাগছে

উত্তরঃ খারাপ লাগা তো নিশ্চয় আছে। এতদিন ধরে দলটাই জন্যে করেছে। অনুষ্ঠান করেছে। উপরের নেতৃত্ব যা বুঝেছেন তাই করেছেন।

ওয়ান ইন্ডিয়া বাংলার প্রশ্ন: একাধিক প্রভাবশালীর নাম সামনে আসছে? কারোর নির্দেশে শান্তনু এই কাজ করছেন বলে কখনও মনে হয়েছে আপনার?

উত্তর: না কখনই মনে হয়নি। আমি এই সমস্ত বিষয়ে কিছুই জানি না। এমন হলে নিশ্চয় বলত ও আমাকে।

English summary

Priyanka, wife of ex tmc leader santanu Banerjee s interview in One India bangla

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।