রোড স্কেচ আর্টিস্টের গল্প নিয়ে আসছে নতুন বাংলা ছবি ‘চিত্রকর’, মুখ্য ভূমিকায় সৌরভ ও মধুমিতা

Advertisement

কলকাতা: আসছে পরিচালক আকাশ সরকারের নতুন বাংলা ছবি ‘চিত্রকর’। এই ছবিতে মুখ্য চরিত্রে  দেখা যাবে সৌরভ দাস ও মধুমিতা কুশারীকে | এ ছাড়াও ছবিতে অভিনয় করছেন অর্কপ্রভা ভট্টাচার্য, সুভোজিত দাস, রুমা ভাদ্র | অনির্বাণ চক্রবর্তীর গল্প অবলম্বনে তৈরি ‘চিত্রকর’-এর  সিনেমাটোগ্রাফি করেছেন অরিন্দম ভট্টাচার্য |

ছবিটি চিত্তরঞ্জন কর নামে একজন রোড স্কেচ আর্টিস্টের জীবনের উপর ভিত্তি করে নির্মিত। চিত্তরঞ্জনের পেশাগত সংগ্রাম এবং  স্ত্রীয়ের সঙ্গে পারিবারিক বিরোধই হচ্ছে এই ছবির মূল বিষয়বস্তু।

আরও পড়ুন: বাসস্থানে ব্যবসার অভিযোগ! দেবের বিরুদ্ধে শান্তিভঙ্গের অভিযোগ, রায় দেবে পুরসভা

চিত্তরঞ্জনের স্ত্রী সীমা  একটি বিউটি পার্লারে কাজ করে এবং স্বামীর স্বল্প আয়ের হওয়ার কারণে, তার নিজের সমস্ত উপার্জন পারিবারিক প্রয়োজনে ব্যয় করতে হয়। তবে তার স্বামীকে কেউ অপমান করলে তার বিরুদ্ধে তিনি সব সময় রুখে দাঁড়ান।

আরও পড়ুন: ‘এই পথ যদি না…’ সেই কবেই শেষ! দেখা নেই ‘ঊর্মি’ অন্বেষার, কোথায় গেলেন তিনি

ছবিতে, বন্ধু তমালের আসার পরেই চিত্তরঞ্জন ও সীমার জীবন ওলটপালট হয়ে যায়। তমাল তাদের শোবার ঘরে প্রবেশের পরে কী ঘটেছিল? চিত্রকর কি তার পেশাগত জীবনে সাফল্য পাবে না কি চিত্রকরের ভাগ্যে অন্য কিছু অপেক্ষা করছে! এ নিয়েই তৈরি হয়েছে পরিচালক আকাশ সরকারের নতুন বাংলা ছবি ‘চিত্রকর’ ।

Published by:Anulekha Kar

First published:

Tags: Bengali Entertainment, Bengali Film

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।