মমতার নেতৃত্বে থার্ড ফ্রন্ট আসলে সোনার পাথরবাটি, প্রধানমন্ত্রিত্ব নিয়ে খোঁচা সুকান্তের | সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থার্ড ফ্রন্টকে সোনার পাথরবাটি বলে ব্যাখ্যা করলেন

Advertisement

West Bengal

oi-Sanjay Ghoshal

Google Oneindia Bengali News
Advertisement

কালীঘাটে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট বৈঠক করে গেলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। তারপর ফের তৃতীয় ফ্রন্ট নিয়ে ফের চর্চা শুরু হয়ে গিয়েছে রাজ্য। কিন্তু বিজেপি-বিরোধী এই জোট গঠনের চেষ্টাকে সুকান্ত মজুমদার সোনার পাথর বাটির সঙ্গে তুলনা করলেন।

এমনকী ২০২৯-এর নির্বাচনের আগে কলকাতায় সমাবেশ করে ইউনাইডেট ফ্রন্ট গড়ে তোলার ফলও উদাহারণ স্বরূপ মনে করিয়ে দেন বিজেপির রাজ্য সভাপতি। তৃতীয় ফ্রন্ট যে আসলে অশ্বডিম্ব তার ব্যাখ্য করেন সুকান্ত মজুমদার। তাঁর সাফ কথা, কোনো কিছু করেই লাভ নেই। কে প্রধানমন্ত্রী হবেন তা আগেই ঠিক করে ফেলেছেন দেশবাসী।

মমতার নেতৃত্বে থার্ড ফ্রন্ট সোনার পাথরবাটি

সুকান্ত মজুমদার প্রশ্ন তোলেন, সিপিএম ছাড়া তৃতীয় ফ্রন্ট হবে কী করে? প্রকাশ করাত বা ইয়েচুরির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে আয় তবে সহচরী গাইতে পারবেন কি? আর তা যদি না পারেন, তাহলে তৃতীয় ফ্রন্ট গড়া সম্ভব নয়। এতদিন ধরে তো দেখছি, কোনো জোটই গড়তে পারেনি এঁরা। শুধুই জোট বৈঠক হয়ে চলেছে। তার ফল কিছু নেই!

বিজেপির রাজ্য সভাপতির কথায়, ২০১৯-এ ইউনাইডেট ফ্রন্ট গড়ে তোলার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে ডেকে হাত ধরাধরি করে শপথ নিয়েছিলেন। কিন্তু কী ঘটেছিল, তারপর সবাই দেখেছেন। আসলে ইউনাইটেড ফ্রন্ট গড়তে কে কার হাত বাড়াবে, তার থেকেও সবার মনের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার বাসনা ছিল।

প্রধানমন্ত্রীর পদ নিয়েও খোঁচা দেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, ইউনাইটেড ফ্রন্ট ঘোষণার পর মনে হচ্ছিল, থার্ড ফ্রন্ট বুঝি প্রতিমাসে একজন করে প্রধানমন্ত্রী দেবে। কিন্তু সেই অস্থিরতা ভারতবাসী চায় না। ২০১৯-এর ভোটে তা প্রমাণ হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী পদে ভারতবাসী বেছে নিয়েছেন ওয়ান অ্যান্ড অনলি নরেন্দ্র মোদীকে।

সুকা্ন্ত বলেন, ২০২৪-এও প্রধানমন্ত্রী পদ অলরেডি অকুপায়েড। অকুপায়েড বাই পিএ নরেন্দ্র মোদী। ভারতবাসী প্রধানমন্ত্রী হিসেবে একজনকেই চায়, তিনি হলেন নরেন্দ্র মোদী। সেখানে অন্য কারো স্থান নেই। বাকিদের লড়াই দু-নম্বর, তিন নম্বর হওয়ার জন্য। তা নিয়ে আমাদের কোনো যায় আসনে, কোনো ভ্রূক্ষেপও করছি না ওসবের।

মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জানিয়েছেন কংগ্রেস ও বিজেপির সঙ্গে সমদূরত্ব বজায় রেখে চলবে। বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলগুলির সঙ্গেো তারা জোট গড়ে বিজেপিকে হটানোর রাস্তা তৈরি করবে। ইতিমধ্যে অখিলেশের সঙ্গে বৈঠক করেছেন মমতা, এরপর ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে তিনি বৈঠক করবেন।

English summary

Sukanta Majumdar slams Mamata Banerjee’s alliance effort and says PM post already occupied.

Story first published: Saturday, March 18, 2023, 19:32 [IST]

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।