‘নাটু নাটু’ গানের জনপ্রিয়তা সীমানা ছাড়িয়েছে, দেশের অস্কারজয়ীদের অভিনন্দন মোদির! Prime Minister Narendra Modi congratulated Oscars winners of India Naatu Naatu song and The Elephant Whisperers – News18 Bangla

Advertisement

নয়াদিল্লি: ভারতবর্ষের গর্বের দিন। জোড়া অস্কার এল দেশের হাতে। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে তিনটি ছবি মনোনীত হয়েছিল। সেখানে দু’টি ছবিই পুরস্কার ঘরে আনতে পেরেছে।

অনুষ্ঠানে ভারতের হয়ে প্রথম অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র হিসেবে পুরস্কৃত। তা ছাড়া ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’ অস্কারের মঞ্চে সেরা অরিজিনাল গানের ক্যাটাগরিতে পুরস্কার হাতে নিল।

আরও পড়ুন :  ফের অস্কার এল ভারতে, পুরস্কৃত হল স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

আরও পড়ুন: সন্তানই সৌভাগ্য এনেছে, অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে অস্কারে এসে বললেন রাম, NTR-এর পোশাক নিয়ে মাতামাতি

গর্বিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’টি অস্কারের জন্যই কুর্নিশ জানালেন নির্মাতাদের। ‘নাটু নাটু’ গানটির জনপ্রিয়তা দেখে তিনি আপ্লুত৷ সেই জনপ্রিয়তা দেশের সীমানা ছাড়িয়েছে। তাই তিনি লিখলেন, ‘ব্যতিক্রম! ‘নাটু নাটু’ গানের জনপ্রিয়তা এখন সারা বিশ্বে। এই গানটি মানুষের মনে রেখে দেবে বছরের পর বছর। ছবির সমস্ত কলাকুশলীকে অভিনন্দন এই সম্মানের জন্য। ভারত আপনাদের জন্য গর্বিত।’

Published by:Teesta Barman

First published:

Tags: Oscars, Oscars 2023, Prime Minister Narendra Modi, RRR

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।