লস অ্যাঞ্জেলস: ভারতের জন্য এই অস্কার গর্বের শীর্ষে। মোট তিনটি ছবি মনোনীত হয়েছিল। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেখান থেকে দু’টি ছবিই পুরস্কার ঘরে আনতে পেরেছে। অনুষ্ঠানে ভারতের হয়ে প্রথম অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র হিসেবে পুরস্কৃত। তা ছাড়া আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’ অস্কারের মঞ্চে সেরা অরিজিনাল গানের ক্যাটাগরিতে পুরস্কার পেল।
কিন্তু কেবল পুরস্কার হাতে নেওয়াই নয়, ভারতের প্রতিনিধি হয়ে উপাস্থাপক হিসেবে আমন্ত্রিত ছিলেন দীপিকা পাড়ুকোন। তাঁর উপস্থিতি ভারতের অন্যতম গর্বের কারণ। গত ফিফা বিশ্বকাপের পর আবারও বিশ্বমঞ্চে সমাদৃত দেশের নায়িকা।
তাঁর সাজে মুগ্ধ গোটা বিশ্ব। আর তার প্রমাণ মিলল সোশ্যাল মিডিয়ায়। এবারের মঞ্চে তৃতীয় ভারতীয় অভিনেতা হিসেবে সঞ্চলনার দায়িত্বে ছিলেন দীপিকা। তার পরনে ছিল কালো রঙের লং ড্রেস।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Deepika padukone, Oscars, Oscars 2023