তৃণমূলে বিরাট ভাঙন অধীর-গড়ে, পঞ্চায়েতের মুখে ৬০০০ নেতা-কর্মীর যোগদান কংগ্রেসে | অধীর চৌধুরীর জেলা মুর্শিদাবাদে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান পঞ্চায়েত নির্বাচনের মুখে

Advertisement

Nadia Murshidabad

oi-Sanjay Ghoshal

Google Oneindia Bengali News

সাগরদিঘি নির্বাচনে হারের পর মুর্শিদাবাদে বিরাট ভাঙন ধরল তৃণমূলে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর জেলায় কংগ্রেসে যোগদানের হিড়িক পড়ে গেল। বাংলায় পঞ্চায়েত নির্বাচনের মুখে ৬০০০ নেতা-কর্মীর যোগদান করলেন কংগ্রেসে। নবাব-গড়ে চিন্তা বাড়ল তৃণমূল কংগ্রেসের।

শনিবার মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন একঝাঁক নেতা-কর্মী। খড়গ্রামের নগর পিরতলা মাঠে কংগ্রেসের পক্ষ থেকে যোগদান সভার আয়োজন করা হয়। এই যোগদান সভায় খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষ আবুল হাসনাত যোগদান করেন।

শনিবার মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন একঝাঁক নেতা-কর্মী। খড়গ্রামের নগর পিরতলা মাঠে কংগ্রেসের পক্ষ থেকে যোগদান সভার আয়োজন করা হয়। এই যোগদান সভায় খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষ আবুল হাসনাত যোগদান করেন।

একা খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষ আবুল হাসনাত নন, তাঁর নেতৃত্বে ৬০০০ জন তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মী যোগ দেন কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে তাঁরা কংগ্রেসে যোগদান করেন। অধীর চৌধুরীর কথায় তাঁদের ঘরওয়াপসি হল শনিবার।

কংগ্রেসের যোগদান করতে এসে খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষ আবুল হাসনাত খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। যদিও বিধায়ক তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষ আবুল হাসনাতের বিরুদ্ধে সুর চড়িয়েছেন।

কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, তৃণমূলে ভাঙন ধরেছে। এবার ধীরে ধীরে তৃণমূল দলটা শেষ হয়ে যাবে। মুর্শিদাবাদে তৃণমূলের অস্তিত্ব থাকবে না। বাংলাতেও তাদের জারিজুরি শেষ হতে চলেছে। সম্প্রতি সাগরদিঘি উপনির্বাচনে সেই আভাস মিলেছে। পঞ্চায়েত নির্বাচন যদি স্বচ্ছ হয় তবে তৃণমূলের হার অবধারিত।

English summary

Congress increases power in Murshidabad to break TMC before Panchayat Election.

Story first published: Saturday, March 18, 2023, 22:44 [IST]

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।