Sambhal Accident: ভয়াবহ কোল্ড স্টোরেজ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০, নিখোঁজ ৩, শোকস্তব্ধ সম্ভাল

Advertisement

উত্তর প্রদেশের সম্ভালে ভয়াবহ দুর্ঘটনার জেরে ১০ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ৩ জন নিখোঁজ। এই কোল্ড স্টোরেজ ভেঙে পড়ার ঘটনায় শুক্রবার নতুন করে বেড়েছে মৃতের সংখ্যা। প্রাথমিকভাবে ধ্বংসস্তূপে ২৪ জন আটকে পড়েছিলেন। তবে তাঁদের মধ্যে থেকে ১০ জনের মৃত্যুর খবর উঠে এসেছে এখনও পর্যন্ত। 

সম্ভালে দুর্ঘটনার জেরে শুক্রবার ফের একবার বাড়ল মৃতের সংখ্যা। মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ১০। উদ্ধার হয়েছেন ১১ জন। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে, এই দুর্ঘটনার পরই যোগী আদিত্যনাথ টুইটারে শোক প্রকাশ করেন। তিনি জানান, রাজ্য সরকারের তরফে ক্ষতিগ্রস্তদের ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক টুইটে লেখেন,‘সম্বল জেলার চান্দৌসিতে কোল্ড স্টোরেজ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। প্রার্থনা করি ভগবান শ্রী রামচন্দ্র প্রয়াতদের আত্মাকে তাঁর পবিত্র পায়ের কাছে স্থান দান করুন এবং পরিবারের সদস্যদের এই অসীম শোক সহ্য করার শক্তি দিন।’

উল্লেখ্য, জানা গিয়েছে, ঘটনার দিন কোল্ড স্টোরেজের মধ্যে তখন কাজ চলছিল। ততক্ষণে কোল্ড স্টোরেজে বহু শ্রমিক ও কৃষক উপস্থিত ছিলেন। সেই সময়ই চন্দৌসির ওই কোল্ড স্টোরেজ ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। মুহূর্তে নিখোঁজ হন ২৪ জন। ধ্বংসাবশেষের ভিতর থেকে উদ্ধারের চেষ্টা চলে। এদিকে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অফিস জানিয়েছে, সমস্ত আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, আহতদের চিকিৎসা বিনামূল্য়ে করা হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছেন, ডিআইজি মোরাদাবাদ ও কমিশনারের তত্ত্বাবধানে একটি তদন্ত কমিটি গড়া হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।