IND vs AUS 1st ODI Live: রোহিতকে ছাড়াই অজিদের বিরুদ্ধে অগ্নিপরীক্ষায় ভারত

Advertisement

ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে ভারত। এবার লড়াই ওয়ান ডে ফর্ম্যাটে। মুম্বইয়ে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে সম্মুখসমরে ভারত-অস্ট্রেলিয়া। আসন্ন ওয়ান ডে বিশ্বকাপের আগে ভারতের মাটিতে এই একদিনের সিরিজ প্রস্তুতির খাতিরে অত্যন্ত গুরুত্বপূর্ণ অজিদের কাছে। অন্যদিকে অন্যতম সেরা দলের বিরুদ্ধে নিজেদের যাচাই করে নেওয়ার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। এখন দেখার যে, ৫০ ওভারের সিরিজে ছড়ি ঘোরায় কোন দল।

17 Mar 2023, 12:21:45 PM IST

চোখ থাকবে ক্যাপ্টেন পান্ডিয়ার দিকে

এমনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে রোহিত শর্মার ডেপুটি নির্বাচিত হয়েছেন হার্দিক পান্ডিয়া। তবে রোহিত যেহেতু সরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ খেলবেন না, তাই নেতৃত্বের দায়ভার পড়েছে হার্দিকের ঘাড়ে। রোহিতের ঘরের মাঠে নেতা হিসেবে রোহিতের উত্তরসূরী হওয়ার কতটা যোগ্য হার্দিক, তা প্রমাণ করার বাড়তি তাগিদ থাকবে পান্ডিয়ার।

17 Mar 2023, 12:14:51 PM IST

কতটা প্রস্তুত ভারত, বোঝা যাবে এই ম্যাচেই

ওয়ান ডে বিশ্বকাপের কথা মাথায় রেখেই সিনিয়র ক্রিকেটারদের টি-২০ সিরিজ থেকে বেশিরভাগ সময় সরিয়ে রাখছেন ভারতীয় নির্বাচকরা। উদ্দেশ্য একটাই, ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপের আগে যথার্থ কম্বিনেশন খুঁজে বার করা এবং ওয়ার্কলোড ম্যানেজ করে বিশ্বকাপের সম্ভাব্য ক্রিকেটারদের একসঙ্গে যত বেশি সম্ভব ওয়ান ডে ক্রিকেটে মাঠে নামানো। সেদিক থেকে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে যথাযথ প্রস্তুতি শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার। অজিদের টক্কর সামলাতে পারলেই বোঝা যাবে কতটা তৈরি ভারতীয় দল। তাছাড়া সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে মাঠে নামছেন না রোহিত শর্মা। বিশ্বকাপের মাঝেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যখন চোট-আঘাতের জন্য সেরা ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হতে পারে ভারতীয় দলকে। সেই নিরিখেও মুম্বইয়ের ওয়ান ডে ম্যাচটি টিম ইন্ডিয়ার সামনে অগ্নিপরীক্ষা সন্দেহ নেই।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।