Heart Break Insurance: প্রেমিকার সঙ্গে লগ্নি ছিল ‘হার্টব্রেক ইনশিওরেন্স’-এ, ব্রেক আপের পর যুবকের পকেটে বিপুল টাকা

Advertisement

এই বাজারে ২৫ হাজার টাকা কি মুখের কথা! তাও আবার ব্রেক আপের দুঃখের মধ্যে। একদিকে গার্লফ্রেন্ড ছেড়ে যাওয়ার দুঃখ, মন খারাপ, তবে তারই মাঝে এক সঙ্গে এত্ত টাকা। এই টাকা হাসিল হয়েছে এক বীমার হাত ধরে।

সদ্য ‘হার্টব্রেক ইশিওরেন্স ফান্ড’ এ প্রতি মাসে এক ব্যক্তি ও তাঁর গার্লফ্রেন্ড, দুজনে মিলে রাখতেন ৫০০ টাকা করে। এরপর , ওই ব্যক্তির গার্লফ্রেন্ড প্রেমে প্রতারণা করতেই, ভেঙে যায় সম্পর্ক। হয় ব্রেক আপ, চলে হার্টব্রেক। যেহেতু প্রেমিকা প্রতারণা করেছেন, তাই প্রেমিক পেয়ে গেলেন বীমার টাকা! ঘটনা জনৈক প্রতীক আরিয়ানের। প্রতি মাসে ‘হার্ট ব্রেক ইনশিওরেন্স’ নামে নিজেরাই একটি বীমার পথ ধরেন। এই বীমা কোনও সংস্থার নয়। বরং নিজেরা একটি জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রেখে এমন বীমা চালু করেছিলেন। শর্ত ছিল, প্রেম যে আগে ভাঙবে, সে এই টাকার অংশ থেকে বঞ্চিত হবে। অর্থাৎ যে প্রতারিত হবে, সেই পাবে টাকা।

প্রসঙ্গত, যেমনভাবে মৃত্যুর পর বীমার শর্ত অনুযায়ী, বীমাকারীর কাছে যায় টাকা। তেমনই প্রেমের মৃত্যুর পর সেই টাকা যাবে প্রতারণার শিকার হওয়া ব্যক্তির কাছে। এমন শর্ত নিয়েই ‘হার্ট ব্রেক ইনশিওরেন্স ফান্ড’ গড়া হয়েছে। প্রতীক আরিয়ান ফেসবুকে লিখছেন, ‘আমি ২৫ হাজার টাকা পেয়েছি, কারণ আমার গার্লফ্রেন্ড আমায় প্রতারণা করেছে। আমাদের সম্পর্ক যখন শুরু হয়েছিল, তখন আমরা প্রতি মাসে ৫০০ টাকা করে বিনিয়োগ করতাম জয়েন্ট অ্যাকাউন্টে। আর একটি শর্ত লাগু করেছিলাম, যে আগে প্রতারিত হবে, সে এই বিনিয়োগের টাকা পাবেন। এটাই হল হার্টব্রেক ইনশিওরেন্স।’ (খোদ উপমুখ্যমন্ত্রীর স্ত্রী অমৃতাকে কোটি টাকার ঘুষের প্রস্তাব! নজরে ডিজাইনার)

একটি মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে এই টুইটটি ভাইরাল হয়ে গিয়েছে। এই টুইট এই মুহূর্তে ২.৯৮ লাখ গুণ দেখেছেন অনেকে। এদিকে, নেটিজেনরা এই হার্টব্রেক ইনশিওরেন্স ফান্ডের হাত ধরে খুব খুশি। এদিকে, অনেকেই মশকরার ছলে বলছেন, এমন এক বীমায় লগ্নি করলে সহজে অনেকেই লাভবান হতে পারেন।

 

 

 

 

 

 

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।