‘দেবাদিদেব মহাদেব’-এর ঘরে এলেন ‘লক্ষ্মী’। বাবা হলেন অভিনেতা মোহিত রায়না। ছোট্ট হাতে বাঁধা বাবা-মায়ের আঙুল, এমনই ছবি পোস্ট করে ১৭ মার্চ, শুক্রবার বাবা হওয়ার সুখবর শুনিয়েছেন ‘দেবাদিদেব মহাদেব’ খ্যাত অভিনেতা মোহিত। বিচ্ছেদের গুঞ্জনের মাঝে এমন খবরে চমকে দিয়েছেন মোহিত রায়না।
মেয়ের ছোট্ট হাতের ছবি পোস্ট করে মোহিত রায়না সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমরা তিনজন হয়ে গেলাম। একটা হৃদয়েক ইমোজি যোগ করে লিখেছেন, শিশুকন্যাকে পৃথিবীতে স্বাগত।’ মোহিতের পোস্টে অভিনেতা অমিত ট্যান্ডন লিখেছেন ‘অভিনন্দন ভাই, মেয়েরা সবসময়ই আশীর্বাদ’। এক অনুরাগী লিখেছেন, ‘বাহ’, কেউ বলেছেন, ‘মহাদেব কে ঘর মে অশোক সুন্দরীকা আগমন’, প্রসঙ্গত, পৌরাণিক কাহিনী অনুসারে, অশোক সুন্দরীকে শিব এবং পার্বতীর কন্যা হিসাবে বিবেচনা করা হয়। কারোর মন্তব্য, ‘তোমার একগুচ্ছ আনন্দের বান্ডিলের জন্য অভিনন্দন! ওম নমঃ শিবায়ে’, কেউ ভ্রু কুচকে প্রশ্ন করেছেন, ‘এই তো ডিভোর্সের কথা শুনছিলাম, বাবাও হয়ে গেলেন!’ প্রসঙ্গত ‘দেবাদিদেব মহাদেব’ ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন মোহিত রায়না, পরবর্তী সময়ে তাঁকে উরি – দ্য সার্জিক্যাল স্ট্রাইক ছবিতে ভিকি কৌশলের সঙ্গে দেখা যায়।
আরও পড়ুন-পুরুষতান্ত্রিকতার গালে সপাট চড়! মায়ের লড়াইয়ের গল্পে রানির চোখ দিয়ে কাঁদল দর্শক
আরও পড়ুন-: প্রযোজককে নাকি ধর্ষণ করেন শাকিব, শ্যুটিংয়েও ডাকতেন যৌনকর্মী, উঠল অভিযোগ
গতবছর অর্থাৎ ২০২২-এর ১ জানিয়ারি অদিতি শর্মাকে বিয়ে করেছিলেন মোহিত রায়না। ছবি দিয়ে সেই সুখবর সকলকে জানিয়েছিলেন অভিনেতা। এরপর বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই শোনা যাচ্ছিল বিবাহ-বিচ্ছেদের খবর। মোহিত অবশ্য সাফ জানান, সবই গুজব, সংসার ভাঙার খবর সত্যি নয়, তিনি এবং অদিতি ভালো আছেন। এদিকে সম্প্রতি মা হতে চলার খবর শুনিয়েছেন অভিনেত্রী ঈশিতা দত্ত, বিমানবন্দরে পৌঁছলে তাঁর বেবিবাম্প সামনে আসে, এদিকে আবার সানা খান, প্রাক্তন অভিনেত্রীও মা হতে চলার খবর শুনিয়েছেন। প্রসঙ্গত, ধর্মের দোহাই দিয়ে একদিন বিনোদন দুনিয়া ছেড়েছিলেন সানা, বিয়ে করেছিলেন মুসলিম মৌলানাকে। এবার তাঁদের ঘরে আসছে নতুন অতিথি।
আরও পড়ুন-‘এখনও বিছানায় সক্ষম’, কবীর সুমনের কথায় তসলিমার খোঁচা, ‘ওঁকে আমি মুসলমান বলি না’
আরও পড়ুন-অসুস্থ শিল্পা শেঠির মা, অস্ত্রোপচারের পর কেমন আছেন সুনন্দা শেঠি?