মুখ্যমন্ত্রীর নাম করে কোটি টাকা আত্মসাৎ, অভিযুক্ত রঞ্জি খেলা এক ক্রিকেটার

Advertisement

গত ১৩ মার্চ সোমবার মুম্বই পুলিশের সাইবার ক্রাইম বিভাগ প্রাক্তন রঞ্জি ক্রিকেটার নাগরাজু বুদুমুরুকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে টাকা আত্মসাৎ করেছেন। জানা গিয়েছে গত বছরের ডিসেম্বর মাসে অন্ধ্রপ্রদেশের একটি নামী ইলেকট্রনিক্স সরঞ্জামের দোকানের কর্মীকে ফোন করেন তিনি বলেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াইএস রেড্ডির ব্যক্তিগত সহকারী। উঠতি এক ক্রিকেটারকে স্পনসর করার জন্য ওই দোকানকে অর্থ সাহায্য করার কথা বলেন তিনি। সেই ক্রিকেটারের নাম রিকি ভুঁই। প্রায় ১২ লক্ষ টাকা স্পনসরশিপ চান তিনি

বুদুমুরুর শিক্ষাগত যোগ্যতা এমবিএ। তিনি রঞ্জি ট্রফিতে অন্ধপ্রদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন ২০১৪ এবং ২০১৬ সালে। ২০১৮ সালে অন্ধপ্রদেশ এবং তেলেঙ্গানায় ৬০ টিরও বেশি কর্পোরেট হাউসের থেকে ৩ কোটি টাকা নিয়েছেন বুদুমুরু। তারপর ২০২১ সালে মন্ত্রী কেটি রামা রাওয়ের ব্যক্তিগত সচিবের ছদ্মবেশ ধারণ করে আরও নয়টি কর্পোরেট সংস্থার কাছ থেকে ৪০ লক্ষ টাকা প্রতারণা করার জন্য তাঁকে গ্রেফতারও করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে ৩০টিরও বেশি আফআইআর রয়েছে।

তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, বিলাসবহুল জীবন জাপনে অভ্যস্ত হয়ে ওঠায় এমন কাজ করত সে। মুম্বই পুলিশের ডিসিপি বলসিং রাজপুত বলেন, ‘অভিযোগ পাওয়ার পরই আমরা খুঁজতে থাকি ওকে। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার ইয়াভারিপেত্তায় নিজের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বুদুমুরুকে।’

গ্রেফতার হওয়ার পর বুদুমুরু বলেন, ‘আমি প্রতিশোধ নেওয়ার জন্যই এই কাজ শুরু করেছিলাম। রাজনৈতিক দলের স্পিকার এপি আমার কাছ থেকে ১৫ লক্ষ টাকা প্রতারণা করে। যা আমার ক্রিকেট কেরিয়ারকে নষ্ট করে দেয়।’

অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার অনেক কর্পোরেট হাউসের এমডিকে প্রতারণা করার জন্য এর আগেই সেখানকার পুলিশরা তাকে গ্রেফতার করে। বর্তমানে মুম্বইয়ের এক সংস্থার এমডির কাছ থেকে প্রতারণা করেছেন তিনি। অন্ধ্রের মুখ্যমন্ত্রীর ছবি নিজের ফোনে ব্যবহার করেন এবং এমডিকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির স্পনসরশিপের ব্যবস্থাও করতে বলেছিলেন। কেউ যাতে কিছু বুঝতে না পারে সেই জন্য তিনি এনসিএর নামে একটি অর্থ প্রদান করেছিলেন এবং একটি জাল লেটারহেড এবং রশিদও পাঠান। এছাড়াও তিনি অন্ধপ্রদেশের ক্রিকেট সংস্থার মেইল আইডি এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর জাল হোয়াটসঅ্যাপ নম্বরও ব্যবহার করেন।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।