এখনও দুর্নীতি চলছে, প্রাথমিক বোর্ডের সভাপতিকে তলব করে বিস্ফোরক মন্তব্য বিচারপতির

Advertisement

স্কুল সার্ভিস কমিশনে এখনো দুর্নীতি চলছে, এজলাসে বিস্ফোরক এই মন্তব্য করে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান গৌতম পালকে আদালতে তলব করলেন বিচারপতি রাজশেখর মান্থা। আগামী শুক্রূবার কলকাতা হাইকোর্টের হাজিরা দিতে হবে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান গৌতম পালকে হাজিরা দিতে হবে। এদিন পর্ষদকে চরম ভর্ৎসনা করেন বিচারক।

ফের ভর্ৎসনার মুখে SSC

২০১১ সালের স্কুল সার্ভিস কমিশনের প্রশ্নপত্রে ভুল সংক্রান্ত একটি মামলার শুনানিতে শুক্রবার বিস্ফোরক সব মন্তব্য করলেন বিচারপতি রাজশেখর মান্থা। ২০১১ সালের পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকায় ৮৩ জন প্রার্থীকে অতিরিক্ত নম্বর দিতে নির্দেশ দিয়েছিল আদালত। অভিযোগ, তার থেকে অনেক বেশি প্রার্থীকে বাড়তি নম্বর দেওয়া হয়েছে। এভাবেই দুর্নীতি করে অযোগ্যদের নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন যোগ্য চাকরিপ্রার্থীরা।

কী বললেন বিচারপতি?

এদিন বিচারপতি মান্থা আদালতে বলেন, আমার তো মনে হচ্ছে প্রাথমিক শিক্ষা সংসদে এখনও দুর্নীতি চলছে। তাদের কর্মীদের আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়। এতে জনমানসে সংস্থার গ্রহণযোগ্যতা কমছে। মানুষ সংস্থার ওপর আস্থা হারাচ্ছে। এরকম চলতে থাকলে আমি সমস্ত নিয়োগ বাতিল করতে বাধ্য হব। এদিন আদালতের নির্দেশে রিপোর্ট পেশ করে প্রাথমিক শিক্ষা সংসদ। বিচারপতি বলেন, এই রিপোর্ট গ্রহণযোগ্য নয়। এই রিপোর্ট গ্রহণ করবে না আদালত। নতুন রিপোর্ট নিয়ে আগামী শুক্রবার এজলাসে হাজির হতে হবে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে।

 

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।