ISF Join TMC At Bhangar: একশো আইএসএফ কর্মী যোগ দিলেন তৃণমূলে, ভাঙড়েই ভাঙন নওশাদ দুর্গে

Advertisement

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে আবার বড় ভাঙন দেখা দিল আইএসএফ শিবিরে। ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার হাত ধরে একশো আইএসএফ কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এদিন প্রাণগঞ্জ অঞ্চলের রানিগাছি এলাকারই ১০০ জন আইএসএফ কর্মী যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। সম্প্রতি জেল থেকে জামিনে মুক্তি পেয়ে হুঙ্কার ছেড়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিধানসভায় পা রেখেই রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করার ডাক দিয়েছিলেন। এখন তাঁর দলের কর্মীরাই ছেড়ে চলে গেলেন।

ঠিক কী বলছেন সওকত মোল্লা?‌ বুধবার রাতে জীবনতলা এলাকার যোগদান পর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপর ভরসা করে আসেন আইএসএফ কর্মীরা। নওশাদ সিদ্দিকী বিধায়ক হওয়ার পর এলাকার উন্নয়ন হয়নি। বিপদে তাঁকে পাওয়া যায় না। তাই আইএসএফ কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে জানান সওকত মোল্লা। সওকত মোল্লা বলেন, ‘‌গত দু’‌বছর ধরে নওশাদ কোনও উন্নয়ন করতে পারেননি। এমনকী বিপদেও তাঁকে পাশে পাননি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়েনের কর্মযজ্ঞে সামিল হলেন ওরা।’‌

আর কী জানা যাচ্ছে?‌ সম্প্রতি হাড়োয়ায় আইএসএফে ভাঙন দেখা দিয়েছিল। নওশাদ সিদ্দিকীর দলের শতাধিক নেতা–কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। আইএসএফ নেতা সাইফুল মণ্ডলের নেতৃত্বে শতাধিক নেতা–কর্মী–সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। এই ঘটনায় কার্যত চুপসে যায় নওশাদের শেষ দেখে ছাড়ার হুঙ্কার। বকজুঁড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে গিয়ে আইএসএফের নেতা–কর্মী–সমর্থকরা যোগদান করেছিলেন। তাঁদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেওয়া হয়েছিল।

ঠিক কী বলছেন কাইজার?‌ কয়েকদিন আগে ভাঙড় বিধানসভার পর্যবেক্ষকের দায়িত্ব পান সওকত মোল্লা। সেই দায়িত্ব পেয়েই কাইজার আহমেদের নেতৃত্বে ভাঙড় এলাকার আইএসএফ কর্মীরা ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। যা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। কাইজার আহমেদ সংবাদমাধ্যমে বলেন, ‘‌আইএসএফ কর্মীরা সদলবলে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আসলে ওরা আর নওশাদের উপর আস্থা রাখতে পারছেন না।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।