শিক্ষাব্যবস্থা তুলে দিতে চাইছে, স্কুলে সিভিক ভলেন্টিয়ারদের পড়ানোর সিদ্ধান্তকে কটাক্ষ করে টুইট শুভেন্দুর | স্কুলে সিভিক ভলেন্টিয়ারদের পড়ানোর সিদ্ধান্তকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর

Advertisement

এবার বাঁকুড়া জেলায় পিছিয়ে পড়া এলাকায় স্কুলে পড়াবেন সিভিক ভলেন্টিয়াররা। বাঁকুড়া জেলার এই সিদ্ধান্তকে কটাক্ষ করে টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন এবার রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকেই তুলে দিতে চাইছে মমতা সরকার।

পড়াবেন সিভিক ভলেন্টিয়াররা
এবার স্কুলে পড়াবেন সিভিক ভলেন্টিয়াররা। বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে এমনই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। বাঁকুড়ার একাধিক সরকারি প্রাথমিক স্কুলে সিভিক ভলেন্টিয়াররা পড়াবেন বলে গত ১৮ জানুয়ারি জেলা শাসককে িলখিত চিঠি দিয়েছেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার। তার জন্য ১৫০ জন সিিভক ভলেন্টিয়ারকে চিহ্নিত করা হয়েছে। প্রথম পর্যায়ে খাতরা ডিভিশনের ৫টি থানা এলাকায় এই কর্মসূচি শুরু করা হবে। ৪৬টি স্কুলে ২ জন করে সিভিক ভলেন্টিয়ারকে পড়ানোর জন্য পাঠানো হবে।

বিস্তারিত আসছে…

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।