HS 2023 Bengali Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের বাংলা প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা

Advertisement

২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হল আজ। প্রথম ভাষার পরীক্ষা (মূলত বাংলা) ছিল আজ। কেমন ছিল এবারের প্রশ্নপত্র? সে কথাই হিন্দুস্তান টাইমস বাংলাকে জানালেন বাংলার বিশেষজ্ঞ শিক্ষক। পাশাপাশি এবারের বাংলা পরীক্ষা কেমন হল? তা নিয়ে পড়ুয়াদের কথাও শুনল হিন্দুস্তান টাইমস বাংলা।

শিক্ষকদের রিভিউ

বিরাটি হাইস্কুলের বাংলার প্রবীণ শিক্ষক অঞ্জন ঘোষ জানান, ‘এবার উচ্চমাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র সহজ হয়েছে। পরীক্ষার্থীরা সাবলীলভাবেই পরীক্ষা দিয়েছে আশা রাখছি। ভাষা অংশের প্রশ্নের উত্তর লিখতে একটু সমস্যা হতে পারে।’

কলকাতা পাঠভবন স্কুলের বাংলা  শিক্ষক সপ্তর্ষি রায় বলেন, ‘মোটামুটিভাবে যাঁরা পাঠ্যবই পড়েছে, তাদের জন্যও এবারের প্রশ্ন বেশ সহজ হয়েছে। এমসিকিউ ও ছোট প্রশ্নের উত্তর লেখাও অনেকটাই সহজ। এবারের একটু ব্যতিক্রম ছিল বড় প্রশ্নের ক্ষেত্রে। পাঁচ নম্বর প্রশ্নও ভেঙে-ভেঙে এক ও দুই নম্বরে ভেঙে দেওয়া হয়েছে। ‘কে বাঁচায় কে বাঁচে’ থেকে এমন প্রশ্ন এসেছে। যার উত্তর লেখা পড়ুয়াদের জন্য মোটেই কঠিন নয়। এবার ‘ভাষা’ বিভাগ থেকেও আশানুরূপ প্রশ্ন এসেছে। গতবার ‘শব্দার্থ পরিবর্তনের ধারা’ থেকে কোনও প্রশ্ন আসেনি। ফলে এবারে তা আসার বেশ সম্ভাবনা ছিল আর এসেছেও। রচনা বিভাগে যা প্রশ্ন দেওয়া হয়েছে তা উচ্চমাধ্যমিক স্তরের হিসেবে সহজ। ‘বাংলার উৎসব’ নিয়ে রচনা লিখতে দেওয়া হয়েছিল। এছাড়াও জীবনীমূলক রচনা হিসেবে ছিল ‘নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী’। এই রচনাও এই বছর আসার সম্ভাবনা বেশি ছিল। মোটের উপর, যারা ঠিকমতো টেস্ট পেপার সলভ করেছে তাদের কাছে এবারের পরীক্ষা একেবারেই সহজ হবে।’

আরও পড়ুন: HS 2023 Result Date: কবে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে? পরীক্ষা শুরুর আগেই জানাল সংসদ

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পরীক্ষায় মানতেই হবে এই নিয়মগুলি, কয়েকটি কাজ করলেই বিপদ

কেমন হল পরীক্ষা- পড়ুয়াদের রিভিউ

বিরাটি মহাজাতি বালিকা বিদ্যামন্দিরের ছাত্রী বিপাশা বসু উচ্চমাধ্যমিকের প্রথম পরীক্ষা দিয়ে বেশ খুশি। তাঁর কথায়, ‘পরীক্ষা ভালোই হয়েছে। প্রশ্নগুলিও কমন এসেছে। লিখতে তেমন অসুবিধা হয়নি। ছোট প্রশ্নের মধ্যে দু-তিনটে লিখতে পারিনি। তবুও সব মিলিয়ে বেশ ভালো হয়েছে প্রথম পরীক্ষা।’

বিরাটি হাইস্কুলের ছাত্র দীপায়ন পালও এবারের পরীক্ষা দিয়ে বেশ খুশি। তার কথায়, ‘প্রশ্নটা বেশ সহজ ছিল। তবে লিখতে অনেকটা সময় লেগেছে।ব্যাকরণের একটি প্রশ্নের উত্তর ভুল হতে পারে। এছাড়া, বাকি পরীক্ষা বেশ ভালোই হয়েছে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।